আজকাল ওয়েবডেস্ক: গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। ঘটনার কয়েকদিনের মধ্যেই আদালতের নির্দেশে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। কিন্তু তারপর থেকে তদন্তে বিশেষ কোনও অগ্রগতি দেখা যায়নি। এখনও পর্যন্ত আদালতে পেশ করা হয়নি চার্জশিট। বিচারের অপেক্ষায় মুখিয়ে গোটা দেশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর চাপ বাড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।

 

 

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সিবিআই তদন্তের দীর্ঘায়িতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ডেরেকের প্রশ্ন, আর কবে ফাইল হবে হবে চার্জশিট? কবে শুরু হবে অভিযুক্তদের বিচার? কলকাতা পুলিশ সঞ্জয়া রায় নামে যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল তাকে হেফাজতে নিয়েই তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু আদালতে এখন পর্যন্ত কোনও চার্জশিট পেশ করা হয়নি। আগামী ২০ সেপ্টেম্বর সঞ্জয় রায়কে পেশ করা হবে আদালতে। সেদিন আদৌ চার্জশিট পেশ করা হবে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।

 

 

?ref_src=twsrc%5Etfw">September 10, 2024

 

 

যতক্ষণ না চার্জশিট পেশ করা হচ্ছে ততক্ষণ দোষীর বিচারপ্রক্রিয়াও শুরু হচ্ছে কিনা। সিবিআইয়ের দাবি, এই ঘটনায় সঞ্জয়ই একমাত্র দোষী। এক্স হ্যান্ডেলে করা পোস্টে ডেরেক লিখেছেন, আরজি কর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করাবে?’ প্রসঙ্গত, সিবিআইয়ের তদন্তে সাফল্য নিয়েও এর আগেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জি। এক মাস পেরিয়ে যাওয়ার পর এবার ফের প্রশ্ন তুললেন ডেরেক ও ব্রায়েন।