আজকাল ওয়েবডেস্ক: মালদার পর কাকদ্বীপ। সন্দীপ ঘোষের কাছের লোক বলে পরিচিত আরও এক চিকিৎসক সম্পর্কে আপত্তি তুললেন জুনিয়র ডাক্তাররা। এই চিকিৎসকের নাম ডা.বিরূপাক্ষ বিশ্বাস। তাঁকে বদলি করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। এই খবর জানাজানি হতেই ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা বুধবার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-এর সামনে বিক্ষোভ দেখান। 

একইসঙ্গে এদিন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছে বামেরাও। বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে তাঁরা এই বিক্ষোভে সামিল হন। তাঁদের তোলা স্লোগানে একদিকে যেমন ছিল আরজি কর কাণ্ডের বিচারের দাবি তেমনি ছিল ডা. বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান। 

বিক্ষোভকারীদের দাবি, আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের যে দাবি ডা. বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে উঠেছে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে এখানে যোগদান করতে দেওয়া যাবে না। 

উল্লেখ্য, এর আগে আরজি কর-এর ঘটনার পর সেখানকার চেষ্ট মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. অরুণাভ দত্ত চৌধুরীকে মালদা মেডিক্যাল কলেজে বদলি করা হয়। কিন্তু তিনিও সেখানে যোগদান করতে গিয়ে প্রবল বাধার মুখোমুখি হন।