আজকাল ওয়েবডেস্ক: ডেঙ্গিতে মৃত্যু হল এক বালকের। মৃত সৃজন সাহা পঞ্চম শ্রেণীর পড়ুয়া এবং দক্ষিণ দমদম পুরসভার বাসিন্দা। পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা হয়নি। বিনা চিকিৎসায় মারা গেছে তাদের ছেলে। অভিযোগের তীর দক্ষিণ দমদম পুরসভা এবং বেলেঘাটা আইডি'র চিকিৎসকের দিকে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল সৃজন। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গি ধরা পড়ে। পরিবারের তরফে প্রথমে দক্ষিণ দমদম পুর হাসপাতাল এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডিতে। কিন্তু অভিযোগ, দুটি হাসপাতালের কোথাও কোনও চিকিৎসা পায়নি সৃজন। এমনকী প্লেটলেট কমে গেলেও তাকে স্যালাইন দেওয়া হয়নি বলেই অভিযোগ। এক্ষেত্রেও চিকিৎসকদের কর্মবিরতিকেই দায়ী করা হয়েছে পরিবারের তরফে।
যদিও এটাই প্রথম নয়। এর আগেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিনা চিকিৎসায় মৃত্যুর একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে রাজ্যে। এমনকী পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকেও বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ উঠেছে। সম্প্রতি কোন্নগরের এক যুবক পথ দুর্ঘটনায় আহত হলে তাঁর পরিবারের তরফে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল এবং সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করার পর পরিবারের তরফে তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়।
অভিযোগ, দীর্ঘক্ষণ তাঁকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় এবং শেষপর্যন্ত তাঁর মৃত্যু ঘটে। যা নিয়ে সমাজের সর্বত্র নিন্দার ঝড় ওঠে। দাবি করা হয়, প্রতিবাদের সঙ্গে পরিষেবাও চালু রাখুন জুনিয়র চিকিৎসকরা। সোমবার সুপ্রিম কোর্টের তরফে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেও বেশ কয়েকবার তাঁদের কাজে ফেরার আবেদন করেন। এদিনও তাঁর আবেদন, কাজে ফিরুন চিকিৎসকরা।
