আজকাল ওয়েবডেস্ক: পদত্যাগ করলেন বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল-এর ডিন ডা: তাপস ঘোষ। সেইসঙ্গে বদলি করা হল কলেজের প্রসূতি বিভাগের চিকিৎসক নুপুর ঘোষকে। তাঁকে এই হাসপাতাল থেকে বদলি করে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পাঠানো হয়েছে। বিক্ষোভকারী ছাত্র ও জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলেজের একটি সূত্র জানিয়েছে।
এর পাশাপাশি কলেজের বেশ কয়েকজন ছাত্র, ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্টকে কলেজ ক্যাম্পাস ও হস্টেলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁদের সকলকেই মুখোমুখি হতে হবে কলেজ কর্তৃপক্ষের তৈরি 'এনকোয়ারি কমিটি'র মুখোমুখি। বুধবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ ডা: মৌসুমী ব্যানার্জি এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন।
আরজি কর কাণ্ডের পর থেকেই মেডিক্যাল কলেজগুলিতে 'থ্রেট কালচার'-এর বিরুদ্ধে সরব হতে দেখা যায় পড়ুয়া ও চিকিৎসকদের একাংশকে। বর্ধমান মেডিক্যাল কলেজেও শুরু হয় এর বিরুদ্ধে বিক্ষোভ। অভিযোগ, ডা: অভীক দে এবং ডাঃ বিশাল সরকার-এর নেতৃত্বে দিনের পর দিন এই ঘটনা ঘটেছে বর্ধমান মেডিক্যাল কলেজে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষে ডা: গৌরাঙ্গ প্রামাণিক অভিযোগ করেন, অভীক ও বিশালের নেতৃত্বে যে অন্যায় কাজ চালিয়ে যাওয়া হয়েছে ডা: তাপস ঘোষ তার দায় সুচতুরভাবে অধ্যক্ষের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এবং নিজের পছন্দের কয়েকজন ছাত্রকে বেশি নম্বর পাইয়ে দিয়েছেন। তাঁকে সরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চলবে।
শেষপর্যন্ত বুধবার কলেজ কাউন্সিলের বৈঠকের পর ডিনের পদ থেকে ডা: তাপস ঘোষের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যদিও এমএসভিপি হিসেবে তাঁর পদ কিন্তু বহাল আছে। জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, ডা: তাপস ঘোষ নিজেই কিছু কারণে ডিন পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক।
