আজকাল ওয়েবডেস্ক: আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন। আজকের দিনেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। কাশীপুর উদ্যান বাটীতে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছিলেন ঠিকই। কিন্তু ঠাকুরের অন্যতম কর্মভূমি লীলাভূমি হল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে। এই মন্দিরেই তিনি থাকতেন।
তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের যে ঘর রয়েছে সেখানে আজ সাজানো হয়েছে। আজ রীতি মেনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হচ্ছে। নতুন সাজে সাজানো হয়েছে মা ভবতারিণীকে। নতুন বেনারসি, গয়নায় সাজানো হয়েছে মাকে। এরাজ্য তো বটেই এমনকী আজকের এই বিশেষ দিনে ভিনরাজ্য থেকেও ভক্তরা পুজো দিতে এসেছেন দক্ষিণেশ্বরের মন্দিরে।
কেউ চার ঘণ্টা, কেউ পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও পুজো দিচ্ছেন। মায়ের দর্শনের পর এই অপেক্ষাটা কিছুই মনে হচ্ছে না ভক্তদের এমনটাই জানাচ্ছেন তাঁরা। ভোর পাঁচটায় মন্দিরের মূল প্রবেশদ্বার খুলে দেওয়ার পর থেকেই ভক্তদের সমাগম। ভিড় সামাল দিতে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
এদিন দক্ষিণেশ্বর, মায়ের বাড়ি তো বটেই, বেলুড়মঠেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন অগণিত মানুষ। কেউ এসেছেন সপরিবারে, কেউ বা একা বা বন্ধুর সঙ্গে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুড় মঠ চত্বরেই গঙ্গার পাড়ে ছুটি উপভোগ, পাশাপাশি প্রসাদগ্রহণ।
কাশীপুর, দক্ষিণেশ্বরের মতোই এদিন কামারপুকুরে নতুন বছরের প্রথম দিন মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসব ঘিরে আনন্দমমুখর কামারপুকুর। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷
কাশীপুর উদ্যান বাটীতেই ভক্তদের আশীর্বাদ করে রামকৃষ্ণ বলেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব।
