আজকাল ওয়েবডেস্ক: সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ডানা নিয়ে আতঙ্ক। কিছুক্ষনেই আগেই ডানার গতিপ্রকৃতি নিয়ে হাওয়া অফিস জানিয়েছে ডানার কেন্দ্রবিন্দু সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র। আবহাওয়া দপ্তরের মতে, ঘূর্ণিঝড় ধীরে ধীরে অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে। ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখের সকালের মধ্যেই তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে সেটি। 

 

 

স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে, সাইক্লোন হিসেবে ডানা আছড়ে পড়ার পর, কী হাল হবে। চিন্তা বাড়ছে কলকাতা, দুই পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলি নিয়ে। মৌসম ভবন জানিয়েছে, আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ কলাকাতার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। একই পরিস্থিতি থাকবে ২৫ এবং ২৬ তারিখেও। দুই পরগনাতে, মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামেও আগামী তিনদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। ২৬ তারিখ প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট কমবে। 

 

জানা যাচ্ছে, দুই মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার বেগে। পূর্ব মেদিনীপুরে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা। হুগলি, বাঁকুড়ায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার।