আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বুধবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বৃহস্পতির রাত কিংবা শুক্রবার সকালে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। মঙ্গলবার বেলার দিকের খবর, নিম্নচাপ পারাদ্বীপের ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং সাগরদ্বীপ থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে তা।
ইতিমধ্যে বাংলা এবং ওড়িশা প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। ওড়িশায় ২৩-২৫ অক্টোবর বন্ধ স্কুল। পুরীর সমুদ্র সৈকত কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতিপথের দিকে প্রতিমুহূর্তে নজর রাখছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় 'ডানা’ মোকাবিলায় পূর্ব রেলের শিয়ালদা বিভাগ উপকূলীয় অঞ্চল সংলগ্ন এলাকায় সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
২৪-২৫ তারিখ জরুরি পরিদর্শন থাকবে।
দুর্যোগ পরিস্থিতিতে পরিষেবা বিঘ্ন ঘটলে যাত্রীদের সুরক্ষিত রাখার জন্য সব স্টেশনে বার্তা দেওয়া হয়েছে।
সমস্ত স্টেশনে অতিরিক্ত আলোর ব্যবস্থা, প্লাস্টিক সিটের ব্যবস্থা।
নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদ ইত্যাদি জায়গায় পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল ও টেলিকম কর্মী উপস্থিত থাকবেন। এছাড়াও একগুচ্ছ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই মেদিনীপুর এবং সাগর সংলগ্ন এলাকায় নামানো হয়েছে এনডিআরএফ
