আজকাল ওয়েবডেস্ক: সময় এগোচ্ছে, সাগরে আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ডানা। আবহাওয়াবিদরা বলছেন কার্যত শেষ আঘাত হানার আগে ফুঁসছে। আগামিকাল রাত্রি কিংবা শুক্রবার সকালে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। আগামী তিনদিন কোন জেলায় কেমন বৃষ্টি হবে, কত থাকবে ঝড়ের সম্ভাব্য গতিবেগ, জানানো হয়েছে তা। 

 

বুধবার সন্ধ্যায় হাওয়া অফিস জানিয়েছিল, ডানার কেন্দ্র পারাদ্বীপের প্রায় ৪২০ কিমি দক্ষিণ পূর্বে এবং ধামারার ৪৫০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে, সাগরদ্বীপ থেকে ৫০০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড়ের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার এবং মধ্য ও পার্শ্ববর্তী অঞ্চলে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ ভোরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করে রাতে কিংবা ২৫ তারিখ ভোরে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে। গত কয়েকঘণ্টায় ১২ কিমি প্রতি ঘন্টা বেগে ঝড় এগিয়েছে গতিপথের দিকে। পরিস্থিতি বিচারে বৃহস্পতি শুক্র বিমান ওঠানামা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে।

 

 

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্য ৬টা থেকে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ডানা-পরিস্থিতির বিচারে বন্ধ থাকবে বিমান পরিষেবা। 

 

অন্যদিকে, বিমানের সঙ্গেই, ডানার কারণে বাতিল একগুচ্ছ ট্রেন। বুধবার সকালেই রেলের তরফে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধে থেকে শিয়ালদহ স্টেশনেও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। 

 

 

পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৮ টার পর থেকে শিয়ালদহ স্টেশনের কোনও শাখা থেকে কোনও লোকাল ট্রেন ছাড়া হবে না। পাশাপাশি হাসনাবাদ এবং নামখানা থেকে বৃহস্পতিবার রাত ৭ টার পর থেকে আর কোনও ট্রেন ছাড়া হবে না। আগামিকাল শিয়ালদহ স্টেশনে শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৮টায়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত জানানো হলো পূর্ব রেলের তরফ থেকে।