আজকাল ওয়েবডেস্ক: সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে আতঙ্ক। সকলের নজর এই মুহূর্তে ভয়াবহ ঘূর্ণিঝড় ডানার দিকে। আবহাওয়াবিদরা প্রতি মুহূর্তে জানাচ্ছেন, স্থলভাগ থেকে কতদূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।

বেলা সাড়ে তিনটা নাগাদ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, বেলা বাড়তেই ডানা-র কেন্দ্রবিন্দুর দূরত্ব কমেছে সাগর, পারাদ্বীপ থেকে। শেষ আপডেট অনুযায়ী সাগরদ্বীপ থেকে ডানার কেন্দ্রবিন্দু ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। পারাদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং ধামারা থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থান ডানার কেন্দ্রবিন্দুর। ডানার নিজস্ব গতি ঘন্টায় ১৩ কিলোমিটার।

হাওয়া অফিস জানাচ্ছে, ডানা আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে। ডানার কারণে বুধ এবং বৃহস্পতি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও অতি ভারী বৃষ্টির। কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। সবথেকে ক্ষতির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর ১২০ কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। ১-২ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। দুই পরগনায় ৯০ কিলোমিতার বেগে ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে। প্রবল দুর্যোগের কারণে কাঁচা বাড়ি, বিপজ্জনক বাড়ি, শষ্যের ক্ষতির আশঙ্কা।