আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুত হুগলি জেলা প্রশাসন। প্রশাসনিক স্তরে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। সাধারণের সুবিধার্থে জেলাজুড়ে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে আঠেরো হাজার পরিবারকে চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত পরিবারকে সরিয়ে শিবিরে রাখার উদ্যোগও নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্গত পরিবারগুলিকে নিরাপদে রাখার জন্য ইতিমধ্যেই জেলা জুড়ে শতাধিক শিবির খোলা হয়েছে। জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারীক মাসুদুর রহমান জানিয়েছেন, ঝড়ের গতিপ্রকৃতির উপর নজর রাখার পাশাপাশি দুর্যোগের প্রভাব কতটা জানতে চুঁচুড়ায় জেলাশাসকের দপ্তরে সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। একইসঙ্গে জেলার চার মহকুমা হেড কোয়াটার, জেলা সদর চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর এবং আরামবাগে খোলা হয়েছে চারটি কন্ট্রোলরুম। পাশাপাশি জেলার তেরোটি পুরসভা এবং আঠারোটি ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার, শিশুদের খাদ্য। একাধিক কমিউনিটি কিচেনেরও ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মাইকিং করে অপেক্ষাকৃত নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক করার কাজও শুরু হয়েছে।