আজকাল ওয়েবডেস্ক: পাকা ধানে 'ডানা'। শস্যগোলা পূর্ব বর্ধমানে ডানা'র সেভাবে প্রভাব না পড়লেও তার পরোক্ষ প্রভাব পড়ল ধান চাষের উপর। কৃষকদের দাবি, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে পড়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ধান। কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে উঠবেন সেটা ভেবেই আকুল তাঁরা। 

 

 

জেলার কৃষি আধিকারিক নকুলচন্দ্র মাইতি জানান,তিনি বলেন, এখন আমন ধানের মরসুম। এবছর ৩ লক্ষ ৭৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গোবিন্দভোগ ধানের চাষ হয়েছে ৪০ হাজার হেক্টর জমিতে। জেলার মূলত খণ্ডঘোষ, রায়নার ১ এবং ২ নম্বর ব্লকেই গোবিন্দভোগের চাষ হয়। তাঁর দাবি, এখনই ধান চাষের ক্ষতির সম্ভাবনা কম। এর থেকে দুর্যোগ বাড়লে আমন চাষে ক্ষতি হবে। শঙ্কায় আছেন ধান চাষীরা। 

 

 

তাঁদের দাবি, এইরকম আবহাওয়ার জন্য খাস ধান সব মাটিতে পড়ে গিয়েছে। এতে উৎপাদন কমে যাবে। কৃষক মুক্ত রায় বলেন, ধানে ফুল এসেছে। কিন্তু জমিতে ধান সব পড়ে গিয়েছে। ফলন এমনিতেই কমে যাবে। আরেক কৃষক শেখ সামসুদ্দিন জানিয়েছেন, শুধু গোবিন্দভোগ নয়। স্বর্ণলঘু জাতের ধান চাষেও ব্যাপক ক্ষতি হবে। ফলে শস্যের গোলা বর্ধমানে ধান চাষ বড়সড় ক্ষতির মুখোমুখি হতে চলেছে বলেই আশঙ্কা কৃষকদের। সেইসঙ্গে এই আকাল অথচ একটানা বৃষ্টিতে শাকসবজি ফলনও মার খাবে বলে আশঙ্কা কৃষকদের। যার ফলে চড়া হতে পারে বাজার।