আজকাল ওয়েবডেস্ক: দু'বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ। বিচারের দাবিতে ঝাঁটা হাতে থানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর। সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকায়। 

জানা গিয়েছে, দু'দিন আগে ওই শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে পড়শি এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। সোমবার দুপুরে স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করে থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দোষীর ফাঁসি চাই। 

ক্ষিপ্ত স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা ছাড়াও তার একটি স্কুটার জ্বালিয়ে দেন। অভিযুক্ত একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বলে জানা গিয়েছে। বিক্ষোভের পাশাপাশি এদিন কোতোয়ালি থানার মাধ্যমে স্থানীয়রা ফাঁসির দাবিতে পুলিশ সুপারের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেন।