আজকাল ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল কংগ্রেস। শনিবার এই হাতাহাতি ঘটেছে পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরে। শেষপর্যন্ত অন্যান্য কংগ্রেস কর্মীরা এগিয়ে এসে কোনওরকমে দু'পক্ষের বিবাদ সামাল দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় প্রদেশ কংগ্রেস।

 

সেই অনুযায়ী, কুলটির ব্লক সভাপতি সুকান্ত দাশ কুলটি থানার সামনে বিক্ষোভ দেখানোর পর আসেন নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির সামনে। সেখানে আগে থেকেই কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী বিক্ষোভ দেখাচ্ছিলেন। আলাদা আলাদাভাবে বিক্ষোভ দেখাতে গিয়ে সুকান্তর সঙ্গে তাঁদের প্রথমে বচসা ও পরিশেষে হাতাহাতি শুরু হয়। এই বিষয়ে এক কংগ্রেস কর্মী জানিয়েছেন, এমন অবস্থা শুরু হয় যে তখন কর্মীরা বিক্ষোভ দেখাবেন নাকি হাতাহাতি সামাল দেবেন সেটাই ঠিক করে উঠতে পারছিলেন না।

 

তাঁর কথায়, 'কপাল ভাল যে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে শেষে নিজেদের গোলমাল থামাতে পুলিশকে ডাকতে হয়নি! আশেপাশে যে সমস্ত সাধারণ মানুষ ছিলেন তাঁরা এই ঘটনা দেখে রীতিমতো হাসাহাসি করছিলেন।' পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েকজন বয়স্ক কংগ্রেস কর্মী এগিয়ে আসেন। তাঁরা এসে দু'পক্ষকে কোনওরকমে বুঝিয়ে শান্ত করেন। শেষে যে যার নিজের গন্তব্যে চলে যায়।