আজকাল ওয়েবডেস্ক: মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল ১১ বছরের কিশোরী। তারমাঝেই ঘটে গেল ভয়ানক ঘটনা। রক্তারক্তি বেলঘরিয়ার রাস্তা। জানা গিয়েছে, ওই পড়ুয়ার বাড়ি বেলঘরিয়ার প্রফুল্ল নগরে। নবম শ্রেণির ওই পড়ুয়া মায়ের সঙ্গে মঙ্গলবার স্কুল থেকে ফিরছিল সে। 

 

তারমাঝেই আচমকা তার মায়ের সামনেই, দিনের আলোয়, প্রকাশ্যে রাস্তায় ওই কিশোরীকে একের পর এক ধারাল অস্ত্রের কোপ মারে এক কিশোর। জানা গিয়েছে ওই কিশোর একাদশ শ্রেণির পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

স্থনীয় জনতা তৎক্ষণাৎ অভিযুক্তকে ধরে ফেলে। তাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করেছে। তাকেও এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ভয়াবহ ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বচসা থেকেই এই ঘটনা ঘটেছে। দুজনেই একই স্কুলের সহপাঠী বলেও প্রাথমিক ভাবে জানা গিয়েছে।