আজকাল ওয়েবডেস্ক: দলে যুব বনাম মাদার। শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে সকলকে একসঙ্গে চলার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের ২৪ ঘন্টাও কাটল না। রাতেই অশান্তি শুরু হল তৃণমূলে। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার পানিহাটি। এই পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রেল পার্ক এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ল দলেরই দুই গোষ্ঠী। স্থানীয় সূত্রে খবর, ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান থেকে ফিরেই মারপিটে জড়িয়ে পড়লেন তাঁরা। অভিযোগ, এলাকায় দলীয় কর্মী রানা বিশ্বাসকে মারধর করে আরেক তৃণমূল কর্মী পরিতোষ গোষ্ঠীর লোকেরা।  দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখানো হয় খড়দহ থানার সামনেও।





সোমবার সকালেও ফের শুরু হয় গোলমাল। এলাকার যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় চেয়ার। এমনকী সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগও শোনা গিয়েছে। গোলমালের জেরে ভীত এলাকার বাসিন্দারা। খবর পেয়ে আসে খড়দহ থানার পুলিশ।‌ দু'পক্ষই পরস্পর পরস্পরের বিরুদ্ধে ঘটনার জন্য অভিযোগের আঙুল তুলছে। যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের দাবি, তিনি যাতে রাজনীতি থেকে সরে দাঁড়ান, সেই জন্যই এই ধরনের হামলা চালানো হয়েছে।‌ বুবাইয়ের কথায়, তাঁকে ক'দিন ধরেই শাসানো হচ্ছিল এমনকী তাঁর অফিসে এসেও তাঁকে শাসিয়ে বলা হয় তিনি যাতে রাজনীতি থেকে সরে দাঁড়ান। গোটা বিষয়টি তিনি দলীয় নেতৃত্ব ছাড়াও প্রশাসনের কাছে জানিয়েছেন বলে জানিয়েছেন বুবাই। অন্যদিকে, বুবাইয়ের বিরোধী গোষ্ঠীর দাবি, এলাকায় দিনের পর দিন অন্যায় কাজকর্ম হয়ে চলেছে। যার জেরেই ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন।