আজকাল ওয়েবডেস্ক: চেয়ারম্যান পরিবর্তনের পর বুধবার নব নিযুক্ত চেয়ারম্যান প্রথম বোর্ড মিটিং করেন। সেখানেই আগের চেয়ারম্যান অমিত রায়ের বোর্ডের গৃহিত সিদ্ধান্ত বদল করে বর্তমান পুর বোর্ড। নতুন চেয়ারম্যান সৌমিত্র ঘোষের নেতৃত্বে পুর বোর্ড শহরবাসীর জন্য কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

পুরসভার আর্থিক অবস্থার প্রেক্ষিতে শহরে পার্কিং-এর ব্যবস্থা চালু করে পুরসভা। চুঁচুড়া শহর অত্যন্ত প্রাচীন একটি শহর। রাস্তাঘাট অপ্রশস্ত। নির্দিষ্ট করে কোনও জায়গায় পার্কিং করতে পারতেন না শহরে আসা মানুষজন। যে কারণে যানজট লেগেই থাকে। শহরে পার্কিং চালু করে একদিকে যেমন যানজট সমস্যায় লাগাম দিতে চেয়েছিল আগের পুর বোর্ড অন্যদিকে কিছুটা আর্থিক দিকেও লাভবান হচ্ছিল পুরসভা। যারা টেন্ডার নিয়ে এই পার্কিং এর দায়িত্ব পেয়েছিল, তারা শহরের কয়েকটি কয়েকটি জায়গায় গাড়ি পার্কিং করে টাকা তুলছিল। ফলে সুবিধার বদলে, উলটে মানুষ হয়রান হচ্ছে বলে অভিযোগ চেয়ারম্যানের। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে সেই কথা জানান চেয়ারম্যান। ছিলেন চুঁচুড়ার বিধায়ক অশেষ মজুমদার।

নতুন বছর থেকেই চুঁচুড়া শহরে গাড়ি পার্কিংয়ের জন্য আর কোনও ফি দিতে হবে না। এই সিদ্ধান্ত পৌরসভার বোর্ড মিটিংয়ে গৃহীত হয়েছে। চেয়ারম্যান সৌমিত্র ঘোষ জানান, এই সিদ্ধান্তে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।
বিধায়ক অসিত মজুমদার জানান, কেএমডিএ-র কাছে ২১০টি রাস্তার সংস্কার ও নির্মাণের আবেদন করা হয়েছিল। তার মধ্যে ১৮৮টি রাস্তার অনুমোদন মিলেছে পথশ্রী প্রকল্পের অধীন। এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ডে নববর্ষ থেকেই রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু হয়ে মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
‘আমাদের পাড়া–আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় নিকাশি ব্যবস্থা, জলকল, স্বাস্থ্যকেন্দ্র-সহ পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।


এছাড়াও  প্রত্যেক রবিবার বিধায়ক ও চেয়ারম্যানে পুরসভায় জনতার দরবার বসিয়ে নাগরিকদের অভাব অভিযোগ শুনবেন।এবং সমস্যার সমাধান করবেন। শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কাউন্সিলরদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন চেয়ারম্যান।এর জন্য মাসে অন্তত একদিন কাউন্সিলর সাফাই কাজ তদারকি করবেন তার ওয়ার্ডে।