আজকাল ওয়েবডেস্ক: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আহত হল শিশু। বিস্ফোরণে আহত ওই শিশুকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শুরু করেছে তদন্ত। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ডগপুকুর এলাকায়।
জানা গিয়েছে, বছর ছয়েকের ওই শিশুটি ওই এলাকার একটি চিকিৎসালয়ের বারান্দায় একাই খেলা করছিল। আচমকাই একটি বিস্ফোরনের শব্দ পেয়ে বাসিন্দারা ছুটে আসেন। এসে দেখতে পান, আহত শিশুটি মাটিতে পড়ে ছটফট করছে। দ্রুত তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিকভাবেই লোকালয়ের মধ্যে ঘটা এই ঘটনাকে কেন্দ্র তৈরি হয়েছে আতঙ্ক। এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। মালদা দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, এর আগে ইংরেজবাজারের বুকে এই ধরনের ঘটনা ঘটেনি। যেখানে বিস্ফোরনের ঘটনা ঘটেছে তার পাশেই রয়েছে রেললাইন। যদি ট্রেন চলাকালীন এই বিস্ফোরন হত তবে অনেক যাত্রীই আহত হতে পারতেন। শাসকদলের নেতারাই এই বোমা মজুত করছেন বলে অম্লানের দাবি।
বিজেপির দাবি উড়িয়ে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা বলেন, শিশুটির হাতে ও পায়ে আঘাত লেগেছে। তাকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা পুলিশকে বলব ঘটনার তদন্ত করে রঙ না দেখে দোষীদের গ্রেপ্তার করুন।
