আজকাল ওয়েবডেস্ক: মায়ের কামড়ে মৃত্যু তিন শাবকের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পরে গিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। জানা গিয়েছে, চলতি মাসের গত সপ্তাহে রিকা নামে একটি বাঘিনী তিনটি শাবকের জন্ম দেয়। একসঙ্গে তিন শাবকের জন্মে আনন্দিত হন পার্ক কর্তৃপক্ষ। তবে নাইট শেল্টারেই থাকাকালীন জন্মের দু'দিনের মাথায় নিজের শাবককে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় বসায় রিকা।
অসাবধানতাবশত কামড়ের জেরে তিন শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায়। দু'টি শাবক মারা গেলেও একটি শাবক বেঁচে ছিল। তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন পার্ক কর্তৃপক্ষ। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় ওই শাবকটির।
উল্লেখ্য, ২০২৩ সালেও একই ধরনের ঘটনার সাক্ষী ছিল বেঙ্গল সাফারি পার্ক। সেই সময়ও মায়ের অসাবধানতার কারণে মৃত্যু হয়েছিল শাবকের। একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কারণে উদ্বেগ বাড়ছে সাফারি পার্কে। পাশাপাশি সাফারি পার্ক কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
