আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুরে ব্যাপক বোমাবাজি। বিজেপির ডাকা বুধবার ১২ ঘন্টার বাংলা বনধের দিন এলাকায় সিপিএম ডিএমসি মোড় থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল বের করে। এরপরেই কিছু দুষ্কৃতী মিছিলে হামলা করে বলে অভিযোগ। 

 

জানা গিয়েছে, মিছিলে অংশগ্রহণকারীদের ওপর হামলার পাশাপাশি বোমাবাজিও হয়। ভয়ে পথ চলতি মানুষ পালাতে শুরু করেন। পাশেই ছিল পুলিশ। তারাও চলে আসেন ঘটনাস্থলে। 

 

মিছিলে হামলার পাশাপাশি স্থানীয় সিপিএমের একটি পার্টি অফিসেও হামলা ও বোমাবাজি হয়। বাইরে দাঁড় করিয়ে রাখা বাইকগুলি উল্টে দেওয়া হয়। ভাঙচুর করা হয় পার্টি অফিস। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। 

 

এবিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক সিনিয়র অফিসার জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেবিষয়ে তদন্ত চলছে।