আজকাল ওয়েবডেস্ক: শুরুটা আর পাঁচটা দিনের মতো হলেও সাতসকালেই বদলে গেল মালদার পরিস্থিতি। রবিবার সকালে মালদার মানিকচক কাঁপল ব্যাপক বোমাবাজিতে। এলাকায় প্রবল আতঙ্ক। 

 

বোমাবাজির ঘটনার মধ্যেই আতঙ্ক এবং উত্তেজনা বেড়েছে কংগ্রেস নেতার মৃত্যুতে। বোমাবাজিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে। 

 

মালদার মানিকচকের ধর্মপুর বাজার। সেখানেই ঘটে ব্যাপক বোমাবাজি। মৃত্যু হয়েছে সইফুদ্দিন শেখ (বয়স ৬০) নামের এক কংগ্রেস নেতার। তাঁর বাড়ি গোপালপুর গ্রাম পঞ্চায়েতে বলেই জানা গিয়েছেন প্রাথমিক ভাবে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মনিকচক থানার পুলিশ।

 

এই ঘটনায় কংগ্রেস এবং সইফুদ্দিনের পরিবারের পক্ষ থেকে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ, রবিবার সকালে সইফুদ্দিন বাড়ি থেকে ধর্মপুর বাজারের দিকে যাচ্ছিলেন। তৃণমূল আশ্রিক দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীকে লক্ষ্য করেই বোমা ছোঁড়ে। ঘটনায় মৃত্যু হয় কংগ্রেস নেতার। 

 

ঘটনায় রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের আঙুল উঠলেও, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। ঘটনায় রবিবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা এলাকায়। উল্লেখ্য, এর আগে, পঞ্চায়েত ভোটের সময়েও দফায় দফায় উত্তপ্ত হয়েছিল এই বাজার অঞ্চল।