অরিন্দম মুখার্জি: চিকিৎসকদের লম্বা কর্মবিরতিতে নানা জায়গায় লাগাতার সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। রোগীদের ভোগান্তির চরম। রাজ্যের এই অচল অবস্থার মধ্যে রবিবার খড়দা বিধানসভার অন্তর্গত বিলকান্দা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। আয়োজক ছিল বিলকান্দা দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এবং তাতে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন খড়দা বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
যেহেতু বিলকান্দা দু'নম্বর গ্রাম পঞ্চায়েত খড়দা বিধানসভার অন্তর্গত, সেকারণে এদিন শুরু থেকেই রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এই রক্তদান শিবির এবং চক্ষুদান শিবিরে নিজে উপস্থিত থেকে প্রত্যেকের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। চক্ষুদান শিবিরে বসে নিজের চক্ষুর পরীক্ষাও করান।
শোভন দেব বলেন, 'এই রক্তদান শিবির এবং চক্ষুদান শিবির যারা করেছে, অর্থাৎ ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হাসপাতাল এবং সল্টলেক টেকনো রোটারি নেত্রালয়কে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। এই দুই হাসপাতাল যেভাবে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আশা করব আগামী দিনে এই ধরনের স্বাস্থ্য সচেতনতার জন্য আরো আমরা এই ধরনের শিবির করব। আগামিদিনে ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হাসপাতাল এগিয়ে এলে এই খড়দা বিধানসভার অনেকেরই সুবিধা হবে।'
উল্লেখ্য, বিলকান্দা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান, উপ পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা দাঁড়িয়ে থেকে এই স্বাস্থ্য শিবিরের পরিচালনা করেন।
