আজকাল ওয়েবডেস্ক: এবার সিপিএম কার্যালয়ে বিজেপির সিএএ শিবিরের অভিযোগ উঠল।  ঘটনাটি ঘটেছে হাবড়া ১ ব্লকের মসলন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতর উপেন মোড় এলাকায় ৷ অভিযোগ বুধবার উপেন মোড় এলাকায় সিপিএমের কার্যালয়ে  বিজেপি সিএএ এবং এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছে ৷ কার্যালয় ভিতর সিএএ ক্যাম্প লেখা একাধিক পোস্টার লাগানোও হয়েছে ।

ঘটনা সামনে আসার পর এলাকা জুড়ে শুরু হয় প্রবল রাজনৈতিক চর্চা। এবিষয়ে সিপিএম নেতা নারায়ণ চন্দ্র দাস বলেন, ওই কার্যালয়ের চাবি আমাদের দলের এক কর্মীর কাছে থাকে। সে ইদানিং বিজেপির সঙ্গে মেলামেশা করে ৷ তার কাছ থেকেই হয়ত চাবি পেয়েছে বিজেপির লোকজন ৷ যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা বিশ্বেস্বর মন্ডল বলেন, সিপিএমের কার্যালয়ে যারা চালাতেন তাঁরা সকলেই এখন বিজেপি করেন ৷ এঁরাই ওই কার্যালয় খুলেছিলেন ৷ বিষয়টি গড়ায় থানা পুলিশে। সিপিএমের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই চাবি সংগ্রহ করে বৃহস্পতিবার সিপিএম নেতাদের হাতে তুলে দিয়েছে। ঘটনায়  বিজেপি ও সিপিএমকে কটাক্ষ করে মসলন্দপুর দুই নম্বর তৃণমূল অঞ্চল সহ-সভাপতি পুলক চ্যাটার্জী বলেন,  "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো অনেকদিন ধরেই অভিযোগ করছিলেন এই  রাজ্যে বিজেপি এবং সিপিএম আঁতাত করে  চলছে l এই ঘটনা তারই প্রমাণ ৷ তবে ওরা একসঙ্গে লড়াই করলেও আমাদের হারাতে পারবে না ৷"