আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন জুনিয়র চিকিৎসকদের দাবি শুনতে বৈঠকে বসেছেন দীর্ঘক্ষণ, তেমনই ছুটে গিয়েছেন বন্যাপ্লাবিত এলাকায়। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আগামিকাল, সোমবার বর্ধমানে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, হঠাৎই পূর্ব বর্ধমান জেলায় তাঁর এই কর্মসূচির খবর জানা গিয়েছে। শনিবার বেলা দশটার পর এই খবর জেলা প্রশাসনের সদর দপ্তরে পৌঁছায় বলেই খবর। তারপরই

শুরু হয়ে যায় চূড়ান্ত প্রস্তুতি। জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসেন। বিকেলে জেলাপ্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলা পুলিশ সুপার আমনদীপ। বৈঠক করেন বিদুৎ দপ্তরের আঞ্চলিক অধিকর্তা গৌতম দত্ত। 

 

 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জেলাশাসকের কনফারেন্স হলে বৈঠক হবে। বৈঠকে জেলার, মূলত জামালপুর ও রায়না ২ নম্বর ব্লকে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা হবে। এছাড়াও অন্যান্য ব্লকেও ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। তবে মুখ্যমন্ত্রী বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন কি না, তা নিয়ে এখনও জানা যায়নি।

 

 

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামিকাল, সোমবার দুপুর ১ টা ৩০ নাগাদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক বসার কথা রয়েছে। এই সভাকে কেন্দ্র করে চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

 অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অমিয় কুমার দাস জানান, বৈঠকে জেলার মন্ত্রী, বিধায়ক,সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, কৃষি দপ্তরের আধিকারিক,সেচ দপ্তরের আধিকারিক, বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক 

সহ প্রশাসনের সব দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন । বৈঠকে মূলত বন্যায় জেলার ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জামালপুর ব্লকে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। জামালপুর ও রায়নার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পর বিকেলে জেলাশাসকের দপ্তরে বৈঠক করেন তিনি।