আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবারই বাংলাদেশ থেকে ইলিশ ঢুকেছে ভারতে। আর শুক্রবার সকালেই হাওড়ার পাইকারি বাজারে পৌঁছে গেল পদ্মার ইলিশ। শুরু হয়েছে পাইকারি বাজারে বিক্রি। জানা গেছে, ১০ মেট্রিক টন ইলিশ এসেছে হাওড়ার পাইকারি বাজারে। শুক্রবারের মধ্যেই জেলার সমস্ত খুচরো বাজারে ইলিশ পৌঁছে যাওয়ার কথা। 


হাওড়ার পাইকারি বাজারে কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে ইলিশ। বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪০ মেট্রিক টন ইলিশ এসেছে। জানা গেছে, শুক্রবার পেট্রাপোল–বেনাপোল স্থলবন্দর হয়ে আরও কিছু পরিমাণ ইলিশ বাংলায় আসতে পারে। 


পুজোর আগে বাজারে পদ্মার ইলিশ চলে আসায় খুশি বিক্রেতারা। শুক্রবার থেকেই কলকাতার সমস্ত বাজারে ইলিশ পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। তবে এই মাছের দাম কতটা মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে তা নিয়ে তীব্র সংশয় রয়েছে।