আজকাল ওয়েবডেস্ক : ফের বাজারে বাড়তে পারে আলুর দাম। জানা গিয়েছে আরও একবার কর্মবিরতির দিকে যাচ্ছেন আলু ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ আলু নিয়ে জুলাই মাসের বৈঠকে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেন রাজ্যের দুই মন্ত্রী। কিন্তু তার কোনও ফল তারা পাচ্ছেন না। অন্য রাজ্যে আলু পাঠাতে গেলে পুলিশ গাড়ি আটকে হেনস্থা করছে বলেও অভিযোগ করেছেন তারা। এরপর ফের কর্মবিরতি রাস্তায় যাচ্ছেন তারা।
এর আগের বার আলু ব্যবসায়ীরা কর্মবিরতি ডাক দেন। তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করেন। বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না। তবে তাঁদের কথা তারা রাখেননি বলেই দাবি করেছেন আলু ব্যবসায়ীরা।
সেদিনের বৈঠকে কথা হয় আলু ব্যবসায়ী সরকারকে ২৪ টাকা কেজি দরে আলু বিক্রি করবে। কিন্তু এই বৈঠকে পর আর কোনও যোগাযোগ করা হয়নি বলে দাবি করেন ব্যবসায়ীরা। এখানে শেষ নয় আলুর ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে। হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠন-এর । এর প্রতিবাদে ফের ধর্মঘটের পথে হাঁটছেন তাঁরা। বাজারে গেলে এবার আলু নিয়ে আশঙ্কা থাকছে।
