আজকাল ওয়েবডেস্ক: জয়নগরে নাবালিকার খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্ট। ঘটনার ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণার পরেই এক্স (সাবেক টুইটার)-এ প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ বার প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গ পুলিশ এবং বিশেষ তদন্তকারী দল (সিট)-কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ''যৌন নিগ্রহের মতো ঘটনায় বিচার হওয়া চাই দ্রুত এবং কঠোর। বারুইপুর পকসো আদালত জয়নগরের ঘটনার ৬২ দিনের মাথায় রায় ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং পলাশ ঢালির নেতৃত্বাধীন সিটকেও আমি কৃতজ্ঞতা জানাই মাত্র ২৫ দিনে চার্জশিট পেশ করার জন্য। ''একই সঙ্গে অপরাজিতা বিলের পক্ষে সওয়ালও করেছেন অভিষেক। তিনি লেখেন, ''পরবর্তী বড় পদক্ষেপ দেশব্যাপী অপরাজিতা বিলের বাস্তবায়ন। কারণ এই ধরনের নৃশংসতা প্রতিরোধের একমাত্র উপায় শক্তিশালী আইন।''
In cases of sexual offences, justice should be SWIFT and SEVERE!
— Abhishek Banerjee (@abhishekaitc)
Today, the POCSO Court at Baruipur sentenced the accused in the horrific rape and murder of a minor girl in Joynagar to death, delivering the verdict within an unprecedented 62 days.
I extend my gratitude to the…Tweet by @abhishekaitc
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় জয়নগরের কৃপাখালির বাসিন্দা ওই নাবালিকা। পুলিশে ডায়ের করে ওই ছাত্রীর পরিবার। খোঁজ শুরু করে কুলতলি থানার পুলিশ। কয়েক দিন পর বাড়ি থেকে কিছু দূরেই একটি পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। ওই দিন রাতেই গ্রেপ্তার করা হয় উনিশ বছরের মুস্তাকিন সর্দারকে। ঘটনার পরে প্রাথমিক ভাবে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে পকসো ধারা যুক্ত করা হয়। ঘটনার দ্রুত তদন্ত করে শাস্তির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ অক্টোবর সিট গঠন করা হয়। ঘটনার ২৫ দিন পর, গত ৩০ অক্টোবর চার্জশিট পেশ করে তদন্তকারী দল। ৫ নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মোট ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল ওই মামলায়। সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বারুইপুর পকসো আদালত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা করে আদালত।
