আজকাল ওয়েবডেস্ক: আলিপুরদুয়ারের চা বলয় থেকে ফের একবার বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আলিপুরদুয়ার বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এবার সেখান থেকেই বিজেপিকে উপড়ে ফেলার ডাক দিলেন অভিষেক।
এদিন অভিষেক বলেন, “আলিপুরদুয়ারকে সবুজ করতে হবে। জ্ঞানেশ কুমার জাদু দেখালে আলিপুরদুয়াবাসীও জাদু দেখাতে পারে। বিজেপি হারলেই আলিপুরদুয়ার দৌড়বে। আলিপুরদুয়ারে এবার হবে ‘ভোট টু প্রোটেস্ট’। এখান থেকে বিজেপিকে উপড়ে ফেলতে হবে। আলিপুরদুয়ারে বিজেপি যেন খাতা খুলতে না পারে। নির্বাচন হলেই বিজেপি এখানে সভা করতে আসে। চা বাগানের কর্মীরা কেন ইপিএফ টাকা পান না? এবার বাংলা জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা নিতে হবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে মমতা ব্যানার্জিকে।”
আলিপুরদুয়ারের উন্নতি প্রসঙ্গে অভিষেক বলেন, “এখানে তৃণমূল সাংসদ না থাকার পরও এখানে উন্নতি থেমে থাকেনি। চা বাগানে ৬০ কোটি টাকার রাস্তার কাজ করা হচ্ছে। এখানে ১০০ শতাংশ টাকাই দিচ্ছে রাজ্য সরকার। সেখানে বিজেপি কোনও সাহায্য করেনি। তাহলে এখানকার বিজেপি সাংসদ কী করছে?”
অভিষেক আরও বলেন, “গোটা দেশ নিজেদের আয়ত্ত্বে আনতে চাইছে বিজেপি। তবে তারা হেরেছে পশ্চিমবঙ্গের কাছে। তাই পশ্চিমবঙ্গে বিজেপি হারতেই টাকা বন্ধ করেছে। ১০০ দিনের টাকা ৫ বছর বন্ধ রেখেছে কেন্দ্র। আলিপুরদুয়ারে তৃণমূল হারলেও এখানে লক্ষীর ভান্ডারের টাকা বন্ধ হয়নি। এটাই বিজেপি ও তৃণমূলের তফাত।”
এদিন আলিপুরদুয়ারবাসী অভিষেক বলেন, “তৃণমূল আলিপুরদুয়াবাসীকে যে কথা দিয়েছে তা রাখবে। বিজেপি প্রতিশ্রুতি দিয়ে ভোটের ফলের পর পালিয়ে যায়। তবে রাজ্য সরকার কথা দিলে কথা রাখে। চা বাগানের শ্রমিকদের পাশে থাকে না বিজেপি সাংসদরা।”
এসআইআর প্রসঙ্গে অভিষেক ফের একবার নির্বাচন কমিশনকেও একহাত নেন। তিনি বলেন, “এসআইআরের নামে বিজেপি সকলকে হয়রানি করে চলেছে। মোদি সরকার কাকে ভোট দেবে সেটাও স্থির করে দিচ্ছে। এসআইআর নিয়ে হয়রানির শিকার হচ্ছেন প্রবীণরা। বাংলা বলেই এত অত্যাচার করা হয়েছে। জীবিতদের ভুত বানিয়ে দিয়েছে। নোটবন্দির সময়ও বিজেপি একইভাবে সকলকে হয়রানি করা হয়েছিল। এরা মানুষকে সুরক্ষা দিতে পারে না। যদি এবার একে না উপড়ে ফেলা হয় তাহলে গোটা দেশের বিপদ। বাংলার মানুষের কারণেই এখানে বিজেপি বছর বছর হারছে। বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল।”
এদিন বিজেপিকে সাপের সঙ্গে তুলনা করে অভিষেক বলেন, “চা বাগানের পাশে বিজেপি কোনও দিন থাকেনি। এবারে এখানে তৃণমূলকে জেতাতে হবে। যদি উন্নতি না হয় তাহলে ফের সরিয়ে দেবেন। বিজেপির সাংসদ ও সাপ দুটোই এক। বিজেপি ৪০০ হলেই সমস্ত অধিকার কেড়ে নেবে।”
