আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতেই বীরভূম জেলায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
আগামী ৪ জানুয়ারি তাঁর বীরভূম সফর ঘিরে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। এই সফরের প্রস্তুতি ও রূপরেখা ঠিক করতে শনিবার তড়িঘড়ি বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
শনিবার ২৭ ডিসেম্বর দুপুর তিনটের সময় বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, অভিষেক ব্যানার্জির সফরের সমস্ত কর্মসূচি, সভার স্থান, সাংগঠনিক প্রস্তুতি এবং সমর্থকদের অংশগ্রহণের বিষয়গুলি নিয়েই মূলত এই বৈঠকে আলোচনা হবে।
কোন্ এলাকায় সভা হবে, কীভাবে সমর্থকদের সেখানে নিয়ে যাওয়া হবে, কত সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করা হবে এবং গোটা কর্মসূচির প্রশাসনিক ও সাংগঠনিক দিক কীভাবে সামলানো হবে, তা নিয়েই কোর কমিটিতে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
সামনেই বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বীরভূম সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন জেলা নেতৃত্ব।
এই সফরের মাধ্যমে রাজ্যের উন্নয়ন নিয়ে তিনি কী বার্তা দেন, সংগঠনের শক্তিবৃদ্ধির জন্য কী নির্দেশনা দেন এবং সাংগঠনিক দিক থেকে কী ধরনের রূপরেখা তুলে ধরেন, সে দিকেই নজর থাকবে সকলের।
জেলা নেতৃত্ব চাইছেন অভিষেক ব্যানার্জির সফরের আগেই নিজেদের সাংগঠনিক স্ট্র্যাটেজি পরিষ্কার করে নিতে। সেই কারণেই এই জরুরি কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।
কোর কমিটির এক সদস্য জানিয়েছেন, অভিষেকের সফরের প্রস্তুতি হিসেবেই এদিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক কোর কমিটির সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সভার স্থান নির্বাচন থেকে শুরু করে জনসমাগমের ব্যবস্থাপনা, নিরাপত্তা সংক্রান্ত দিক, দলের কর্মীদের দায়িত্ব বণ্টন এবং প্রচারের বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা হবে।
বর্তমানে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক রয়েছেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির চেয়ারম্যান রয়েছেন রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি।
কোর কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ এবং জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ রবি মুর্মু। মোট ১০ জনকে নিয়ে এই কোর কমিটি গঠিত হয়েছে।
প্রসঙ্গত, শেষ কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সিউড়িতে। তার পরবর্তী বৈঠক রামপুরহাটে হওয়ার কথা থাকলেও অভিষেক ব্যানার্জির বীরভূম সফর ঘিরে তড়িঘড়ি বোলপুরেই এই বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই সফরে মূলত বিধানসভা নির্বাচনের প্রচার, এসআইআর নিয়ে মহিলাদের সচেতন করা এবং সাংগঠনিক বিষয়বস্তু নিয়েই অভিষেক ব্যানার্জির সভা হওয়ার কথা।
সেই সভার সম্পূর্ণ রূপরেখা নির্ধারণ করতেই এদিনের এই কোর কমিটির বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই প্রসঙ্গে কোর কমিটির চেয়ারম্যান আশিস ব্যানার্জি বলেন, জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। আগে বৈঠকে আলোচনা হোক, তারপরে সাংবাদিকদের বিস্তারিত ভাবে জানানো হবে।
