আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় 'ডানা' রাজ্যে তার ডানা মেলার আগেই মিনিট দশকের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল মুর্শিদাবাদের ফারাক্কা এবং সামশেরগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকা। বুধবার সন্ধে নাগাদ ওঠা এই ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই দুই থানা এলাকার প্রচুর মৎস্যজীবী ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সন্ধে নাগাদ এই দুই থানা এলাকার প্রচুর মৎস্যজীবী গঙ্গায় মাছ ধরছিলেন। সেই সময় হঠাৎই ঝড় শুরু হয়। মৎস্যজীবীরা কিছু বোঝার আগেই বড় বড় ঢেউ এসে ডিঙি নৌকোগুলিকে একের পর এক উল্টে দেয়। নৌকা উল্টে যাওয়ার পর অনেক মৎস্যজীবী সাঁতার কেটে পাড়ে উঠে আসেন।
জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, 'হঠাৎ ওঠা ঝড়ের ফলে নদীতে কিছু ডিঙি নৌকো উল্টে গেছে। তবে হতাহতের কোনও খবর এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি।'
মহম্মদ কামাল হাসান নামে এক মৎস্যজীবী জানান, ' আজ সন্ধে নাগাদ লোহরপুর, বাসুদেবপুর, শিকদারপুর সহ আশেপাশের এলাকার প্রচুর মৎস্যজীবী গঙ্গা নদীতে মাছ ধরছিলেন ।সেই সময় কেউ কিছু বোঝার আগে হঠাৎই এটি ঝড় ওঠে। মিনিট দশকের এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বিভিন্ন এলাকা।'
তিনি বলেন, 'নদীতে হঠাৎই বড় বড় ঢেউ উঠতে থাকায় মৎস্যজীবীরা তাড়াতাড়ি তাঁদের ডিঙি নৌকা নিয়ে পাড়ে উঠে আসার সুযোগ পায়নি।ডিঙি নৌকা উল্টে যাওয়ার পর দুই মৎস্যজীবীকে নদী থেকে উদ্ধার করে তাঁদের হাসপাতালে এনে ভর্তি করেছি। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।'
মহম্মদ একরামুল হক নামে অপর এক মৎস্যজীবী জানান, 'আমরা বাগমারি ক্যাম্পের কাছে নদীতে জাল ফেলে মাছ ধরছিলাম । সেই সময় হঠাৎই ঝড় ওঠে। আমরা কেউ কিছু বোঝার আগে নদীতে বড় বড় ঢেউ উঠতে থাকে এবং আমাদের ডিঙি নৌকা জলে ডুবে যায়। আমার মত আরও কিছু মৎস্যজীবীর ডিঙি নৌকা নদীতে ডুবে গেছে এবং অনেকের মাছ ধরার জাল নষ্ট হয়ে গেছে।'
