আজকাল ওয়েবডেস্ক: আচমকাই কান ফাটানো আওয়াজ। মাটিতে লুটিয়ে পড়লেন মৎস্যজীবী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তিনি মারা গিয়েছেন। মৃতের নাম রতন মাহাতো (৩৭)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাড়োয়ায়। জানা গিয়েছে, ভেড়িতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর।

 

জানা যায়, এদিন দুপুরে স্থানীয় একটি ভেড়িতে মাছ ধরতে যান রতন। মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় আচমকাই একটি বিকট শব্দ হয়। এরপরেই ভেড়ির ধারে লুটিয়ে পড়েন তিনি। এলাকার লোক ও তাঁর পরিজনরা তাঁকে নিয়ে যান হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

 

 প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, ওই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বজ্রপাতে। যদিও এবিষয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।