আজকাল ওয়েবডেস্ক: এক মাসে ধরা পড়ল ১,৭৭৪ জন পুরুষ যাত্রী। মহিলা কামরায় উঠেছিলেন তাঁরা। যাঁদের থেকে জরিমানা বাবদ রেল আয় করেছে ৩,২৪,৪৫০ টাকা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা কোনওভাবেই আপস করব না।' গত আগস্টেই এই জরিমানা আদায় করেছে পূর্ব রেল।
সারা বছর নিয়মিতভাবে মহিলা কামরায় নজরদারি চালানো ছাড়াও আরজি কর কাণ্ডের পর মহিলা নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি জোর দিয়েছে রেল। ইতিমধ্যেই রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের অধীনে যে হাসপাতালগুলি আছে সেখানে প্যানিক বাটন চালু করা হবে এবং হাসপাতালে ঢোকা ও বেরনোর দরজার জন্য নির্দিষ্ট কোড চালু করা হবে। হাসপাতালের সমস্ত কর্মী ও আধিকারিকদের সঙ্গে পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত বিআর সিং হাসপাতালে এই ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হলেও ভবিষ্যতে শিয়ালদহ ডিভিশনের বাকি হাসপাতালগুলিতেও এই ব্যবস্থা চালু করা হবে বলে জানা গিয়েছে।
এরইমধ্যে পূর্ব রেলের তরফে ট্রেনের মহিলা কামরাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শিশু ও মহিলা যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে দেওয়া হচ্ছে আরও গুরুত্ব। ট্রেনের পাশাপাশি স্টেশনেও চালানো হচ্ছে নজরদারি। রেলের পক্ষে জানানো হয়েছে পূর্ব রেলের ১৭০টি স্টেশনে ৩৮৯৪টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আরপিএফ জওয়ানদের দেওয়া হয়েছে ১২৭টি বডি ক্যামেরা। সেইসঙ্গে শহরতলীর ২৫টি স্টেশনে মহিলা নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে 'মাতঙ্গিনী স্কোয়াড'। নেওয়া হয়েছে আরও প্রয়োজনীয় পদক্ষেপ।
