আজকাল ওয়েবডেস্ক: খোঁজ ছিল না নাতনির। শেষ দেখা গিয়েছিল প্রেমিকের সঙ্গে। অবশেষে মিলল খোঁজ। খুন করে পুঁতে দেওয়া হয়েছে দেহ। হারহিম করা ঘটনাটি নদীয়ার ভীমপুরের। গ্রেপ্তার নাবালিকার প্রেমিক। 

 

 

জানা গিয়েছে, ধৃত যুবক ফারুক মণ্ডল নারায়ণপুরের বাসিন্দা। প্রথমে শ্বাসরোধ করা হয়, খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয় ওই নাবালিকার দেহ। কেন করা হল খুন তার কারণ এখনও স্পষ্ট নয়, রয়েছে ধোঁয়াশা। গত ২১ নভেম্বর থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। গত দু’দিন ধরে খোঁজাখুঁজি করেও না পেয়ে শনিবার পুলিশের দ্বারস্থ হন ওই নাবালিকার দাদু। তিনি জানান, আত্মীয়ের বাড়িতে খোঁজ করেও মেলেনি নাতনির খোঁজ। ওই নাবালিকাকে শেষ দেখা গিয়েছিল তাঁর প্রেমিকের সঙ্গে। এরপরই পুলিশ আটক করে প্রেমিক ফারুককে।

 

 

স্থানীয়েরা জানিয়েছেন, ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত যুবকের। বহুবার এলাকায় একসঙ্গে ঘুরতেও দেখা গিয়েছে দু’জনকে। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে প্রেমিক ফারুক মণ্ডলকে। তাতে উঠে আসে, প্রেমিক যুবকই সেই নাবালিকাকে খুন করেছে। শ্বাসরোধ করে মেরে নারায়ণপুর গ্রামে মাটিচাপা দিয়ে রাখার কথাও স্বীকার করে নেয় অভিযুক্ত। রবিবার ম্যাজিস্ট্রেট গিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করে মৃতদেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।