আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন থ্রিলার ছবির দৃশ্য। শুটিং চলতে চলতেই  চিত্র পরিচালককে অপহরণ করল দুষ্কৃতীরা। হতভম্ব সকলেই। খবর গেল পুলিশের কাছে। ধাওয়া শুরু করল পুলিশ। জঙ্গলের পথে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর পরিচালককে ফেলে পালিয়ে গেল দুষ্কৃতীরা। অক্ষত রয়েছেন পরিচালক। তাঁকে উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে মন্দারমণি থানার পুলিশ। 

গত বৃহস্পতিবার ২৪ জুলাই ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ। মন্দারমণি কোস্টাল থানার পুরুষোত্তমপুর লাগোয়া সৈকতে। ওই সময় সেখানে একটি মিউজিক ভিডিওর শুটিং চলছিল। শুটিং উপলক্ষে তার তিনদিন আগে মোট ১৭ জনের একটি টিম আসে মন্দারমণিতে। এই মিউজিক ভিডিওর পরিচালক তথা কোরিওগ্রাফার শ্রীকান্ত ঝাঁ ওরফে প্রিন্স নিজেও ছিলেন এই দলে। শুরু হয় শুটিং। 

আরও পড়ুন: ম্যানহোলের ঢাকনা গোলাকার কেন? এগুলি চৌকো হলে কি খুব অসুবিধা হতে পারে?

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। টিমকে নিয়ে হচ্ছিল শুটিং। সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী সৈকতে এসে কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রিন্সের কপালে বন্দুক ঠেকিয়ে বলে তাদের সঙ্গে নিয়ে আসা একটি গাড়িতে উঠতে।‌ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে প্রিন্স কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়েন। গাড়ি জোর গতিতে প্রিন্সকে নিয়ে চম্পট দেয়। আচমকা ঘটে যাওয়া এই ঘটনার জেরে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান। এরপর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ স্থানীয় সূত্রে জানতে পায় স্থানীয় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। সঙ্গে সঙ্গে তদন্তে নামে তারা। সতর্ক করে দেওয়া হয় আশেপাশের সমস্ত থানাকে। রাস্তার ধারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে থাকেন পুলিশকর্মীরা। 

আরও পড়ুন: ১,১০০ বছরের পুরনো শিব মন্দির নিয়েই কি থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ? নয়া বিরোধ সম্পর্কে রইল অজানা কিছু তথ্য

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নানা জায়গা থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ জানতে পারে অপহরণকারীরা কাঁথি হয়ে খড়গপুরের দিকে প্রিন্সকে নিয়ে পালাচ্ছে। খবর আসা মাত্রই থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্কদীপ হালদার নিজে বাহিনী নিয়ে ধাওয়া শুরু করেন। প্রাথমিকভাবে গাড়ির গতি বাড়িয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও যখন বুঝতে পারে পালানো সম্ভব নয় তখন গাড়ি ফেলে তারা প্রিন্সকে নিয়ে কেশিয়াড়ির জঙ্গলে গা-ঢাকা দেয়। কিন্তু একটু পরেই তারা বুঝতে পারে খুব তাড়াতাড়িই পুলিশ তাদের কাছে চলে আসবে। এরপরেই তারা জঙ্গলের ভিতর পুলিশ পৌঁছনোর আগেই অপহৃতকে ফেলে দ্রুত চম্পট দেয়। জঙ্গলের ভিতর থেকে পরিচালককে উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন: ক’টি দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? সেই তালিকায় ভারত রয়েছে কি

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে এক প্রযোজকের সঙ্গে টাকা-পয়সা নিয়ে পুরনো বিবাদের জেরেই এই অপহরণের ঘটনা ঘটেছে। এবিষয়ে শুটিংয়ের সঙ্গে আসা একজনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। এবিষয়ে আদালতের সামনে পরিচালককে গোপন জবানবন্দি নেওয়া হবে ওই পরিচালকের। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের ধরতে নানা জায়গায় চলছে তল্লাশি।