আজকাল ওয়েবডেস্ক: রাস্তার কুকুরদের প্রাণ বাঁচাতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার অন্তর্গত চণ্ডিপুর এলাকার ১৫২ নম্বর রেলগেটের কাছে। সোমবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পিন্টু মন্ডল (৪৫)। মৃত ব্যক্তি পেশায় ঢাক বাদক ছিলেন। এছাড়া বিভিন্ন সময় ব্যান্ডেও বাজনা বাজাতেন তিনি। তাঁর বাড়ি চণ্ডিপুর এলাকায় রেল লাইনের ধারে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে নিজের পুরনো ঢাক বের করে পিন্টু দেখতে পান তাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে তিনি স্থানীয় একটি দোকান সরঞ্জাম কিনতে গিয়েছিলেন। বাড়ি থেকে বেরিয়েই পিন্টু দেখতে পান শিয়ালদহ-লালগোলা শাখায় চণ্ডিপুরের ১৫২ নম্বর রেল গেটের কাছে ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে কয়েকটি পথ কুকুর নিজের মধ্যে মারামারি করছে।
ঠিক সেই সময় ওই লাইন দিয়ে আপ লালগোলা প্যাসেঞ্জার ট্রেন আসতে দেখে তিনি কুকুরগুলিকে রেললাইন থেকে তাড়ানোর জন্য দৌড় সেখানে ছুটে যান। ট্রেনটি খুব কাছে এসে পড়ায় কুকুরগুলো লাইন থেকে দৌড়ে পার হয়ে গেল পিন্টু সময় মত নিজেকে লাইন থেকে সরিয়ে নিতে পারেননি। ট্রেনের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর দেহ।
প্রতিবেশীরা বলেন, 'ও নিজের এবং পাড়ার কুকুরগুলিকে খুব ভালোবাসত। ট্রেন লাইনের উপর কুকুরগুলোকে মারামারি করতে দেখে এবং ঠিক সেই সময় ওই লাইন দিয়ে ট্রেন আসতে দেখে কুকুরগুলোর প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে তাদেরকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল।' গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
