শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত বঙ্গোপসাগরের নিম্নচাপ। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রাজ্যজুড়ে। দু'দিনেই দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
সাগরে ঘণীভূত নিম্নচাপ, ধেয়ে আসছে তুমুল দুর্যোগ!
narendra modi at bagdograkolkata wheather updatekolkata wheather reportkolkata wheatherkolkata wheather predicition
