আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কের সুদের হার এখন অনেকটাই কম। তাই ভবিষ্যতে কিছুটা বেশি রিটার্নের আশায় অনেকেই মিউচুয়াল ফান্ডে এসআইপি বা লাম্প সাম ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন। যদিও মিউচুয়াল ফান্ডে সব বিনিয়োগই বাজারগতভাবে ঝুঁকিপূর্ণ। তবে নিজের আর্থিক ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে ফান্ডের অতীত পারফরম্যান্স ও ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা যাচাই করে বিনিয়োগ করলে, তা ভবিষ্যতে আর্থিক লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদের। যেহেতু মিউচুয়াল ফান্ডে নূন্যতম ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়, ফলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগটাও পকেট ফ্রেন্ডলি। তাই পরিবারকে সুরক্ষা দিতে এবং নিজের অবসর জীবন নিশ্চিন্তে কাটাতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেই পারেন আপনিও।