করমন্ডল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই অন্ধপ্রদেশে রেল দুর্ঘটনা।প্রাণ হারিয়েছেন ১৫ জন এবং আহত ৫০ এরও বেশি।বিশাখাপত্তনম থেকে কলকাতা ফিরছিলেন এই পরিবার, তাঁদের সামনেই দুর্ঘটনার কবলে পড়ে ভাইজ্যাগ রায়গড় এক্সপ্রেস ট্রেন। বিভীষিকাময় ট্রেনে ১০০ ঘন্টার কথা জানালেন পাঠক পরিবার।
ট্রেনে কাটানো বিভীষিকাময় ১০০ ঘন্টা

