দুই হাত নেই তাই পায়ে লিখে মাধ্যমিক দিয়ে ফেললেন। আবার কেউ এক টাকা গুরুদক্ষিনার বিনিময়ে শত শত বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। বাংলার কোনায় কোনায় লুকিয়ে রয়েছে এমন প্রতিভা বা জীবনের কঠিন পথে ঘুরে দাঁড়ানোর লড়াই। তাঁদের খোঁজ ক'জন রাখে? তাঁরা কি সমাজের তারকা নয়? ২১ জুন বাংলার একঝাঁক পরিচিত তারকাদের সামনে তাঁরাই হয়ে উঠবেন তারকা। পায়েল মিঠাই সরকারের ‘স্টারলাইট’-এর মঞ্চে সম্মানিত হবেন তাঁরাও। আর এই অসামান্য উদ্যোগের পেছনে রয়েছে এক অভিনেত্রী তথা সমাজসেবীর ঘুরে দাঁড়ানোর লড়াই। শুনুন সেই গল্প।