উল্টোরথেও দিঘা ঘিরে উৎসবের আমেজ। সৈকত নগরীতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়়ার মতো।
ভিও, দিঘায় প্রথম বছরের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি হল উল্টোরথ যাত্রার মধ্য দিয়ে। মাসির বাড়ি থেকে মূল জগন্নাথ মন্দিরে ফিরলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। একেই উইকেন্ড , তারওপর উল্টোরথ। সব মিলিয়ে শনিবার দিঘায় পর্যটকদের ভিড় ছিল চোখে পড়়ার মতো। উল্টোরথকে ঘিরেও একই রকম উৎসবের আমেজে মেতে উঠেছিল সৈকত নগরী। দর্শণার্থীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন রথ টানার সময়ে কোনওভাবে যাতে বিশৃঙ্খলা না-ঘটে তার জন্যে মাসির বাড়ি থেকে মূল মন্দির পর্যন্ত এলাকা জুড়ে ছিল কড়া নিরাপত্তায়।
