সংবাদসংস্থা মুম্বই: ২৩ জুন সোনাক্ষী এবং জাহির ইকবালের প্রথম বিবাহবার্ষিকী ছিল। ঠিক এক বছর আগে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে চার হাত এক হয়েছিল। প্রথম বিবাহবার্ষিকীতে তাই এক অজানা কাহিনি সবার সামনে আনলেন অভিনেত্রী।
2
6
সোনাক্ষী জানান, সলমন ছিলেন জাহির এবং তাঁর প্রেমের গল্পের এক এবং অন্যতম সূত্রধর। জীবনের নতুন অধ্যায় শুরু করার পিছনে ভাইজানের অবদান ছিল মনে রাখার মতো। সলমনকে তাঁদের জীবনের তৃতীয় ব্যক্তি হিসাবে পরিচয় দেন সোনাক্ষী। যদিও এই তৃতীয় ব্যক্তি তাঁদের ভালই চেয়ে এসেছেন সব সময়।
3
6
সোনাক্ষীর কথায়, ‘সলমন জাহিরকে খুব ছোটবেলা থেকে চিনতেন। ছোট থেকেই ওঁর বাড়িতে জাহিরের আসা যাওয়া ছিল। বলা ভাল, সলমনের হাত ধরেই আমাদের প্রথম পরিচয় এবং কাছে আসা। তাই আমাদের যখন বিয়ে হয় তখন সলমনের থেকে বেশি খুশি আর কেউ ছিলেন না।’
4
6
যদিও এক সময় সলমনের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জনে মূখর ছিল বলিপাড়া। দুই তারকার অনুরাগীদের অনেকেই ভেবেছিলেন হয়তো পর্দার মতো বাস্তবেও প্রেম করছেন সলমন-সোনাক্ষী।
5
6
কিন্তু কখনও এই গুঞ্জনকে পাত্তা দেননি তাঁরা। এমনকী সোনাক্ষীর বিয়েতেও হাজির হয়েছিলেন বলিউডের 'ভাইজান'। সোনাক্ষী-জাহিরের আগামী জীবন যাতে সুখের হয়, সেই আশীর্বাদ করেছিলেন তিনি এদিন।
6
6
সোনাক্ষী-জাহির জুটির বিয়ে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাধা কাটিয়ে জয় হয়েছিল তাঁদের ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ সেরেছিলেন সোনাক্ষী-জাহির। মাঝেমধ্যেই জুটিতে ধরা দেন পাপারাজ্জির ক্যামেরায়। লাজুক হাসিতে বুঝিয়ে দেন ভাল আছেন তাঁরা।