সংবাদসংস্থা, মুম্বই: ত্বক ভাল রাখতে, মেদহীন থাকতে, সর্বোপরি সার্বিক সুস্থতার জন্য কত কিছুই না করেন অভিনেত্রীরা। সম্প্রতি বলিপাড়ায় ট্রেন্ডিং "ঘি কফি"! অদিতি রাও হায়দারি, শিল্পা শেট্টি, কৃতি শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুল প্রীত সিং সকলেই নাকি ঘুম থেকে উঠে প্রথমেই চুমুক দিচ্ছেন এই বিশেষ পানীয়তে।
শিল্পার কথায় এই কফি হল বিশেষ অ্যান্টিডোট। সাধারণ ব্ল্যাক কফিতেই এক চামচ খাঁটি ঘি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিলেই তৈরি এই বিশেষ ট্রেন্ডিং কফিটি। "পদ্মাবত" অভিনেত্রীর কথায় এই কফি হল বুলেট কফি। "কিক" অভিনেত্রীও সহমত এই বিষয়ে। ফিটনেস ফ্রিক শিল্পা এই কফির সঙ্গে মিশিয়ে নেন এক চামচ প্রোটিন পাউডার। রকুল প্রীতের কথায়, "মাসল ক্লটে কিছু পোরস থাকে যা নিউট্রিয়েন্টস শোষণ করতে সাহায্য করে। সকালেই ফ্যাট জাতীয় জিনিস ডায়েটে থাকলে এই প্রক্রিয়া আরও জোরদার হয়।"" এই কারণেই নিখুঁত শরীর পেতে অভিনেত্রীরা ঝুঁকছেন এই কফির দিকে।
আপনারাও ডায়েটে রাখতে পারেন এই ঘি কফি। এক কাপ গরম জলে, ১ চামচ ঘি ও ১ চামচ কফি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। স্বাদ ও উপকারিতা বাড়াতে অল্প মধু আর প্রোটিন পাউডার মিশিয়ে নিন। ওয়ার্কআউটের আগে এই কফি নিশ্চিন্তে একটি বুস্টার। যা আপনাকে সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করবে। তবে শুধু এই ঘি কফি খেলেই হবে না। স্বপ্নের সুন্দরীদের মত ত্বক ও শরীরের গঠন পেতে সারাদিন মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। যেমন, ফাস্টফুড ও মশলাদার খাবার খাওয়া যাবে না। পরিবর্তে জল, ফলের রস, শাকসবজি রাখতে পারেন ডায়েটে। ক্যালরি মেপে খাবার খেতে হবে। সন্ধ্যে ৭টার পরে আর ভারী খাবার খাওয়া যাবে না। রোজ নিয়ম করে করতে হবে শরীরচর্চা। পাশাপাশি নজর দিতে হবে পর্যাপ্ত ঘুমের দিকে।
শিল্পার কথায় এই কফি হল বিশেষ অ্যান্টিডোট। সাধারণ ব্ল্যাক কফিতেই এক চামচ খাঁটি ঘি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিলেই তৈরি এই বিশেষ ট্রেন্ডিং কফিটি। "পদ্মাবত" অভিনেত্রীর কথায় এই কফি হল বুলেট কফি। "কিক" অভিনেত্রীও সহমত এই বিষয়ে। ফিটনেস ফ্রিক শিল্পা এই কফির সঙ্গে মিশিয়ে নেন এক চামচ প্রোটিন পাউডার। রকুল প্রীতের কথায়, "মাসল ক্লটে কিছু পোরস থাকে যা নিউট্রিয়েন্টস শোষণ করতে সাহায্য করে। সকালেই ফ্যাট জাতীয় জিনিস ডায়েটে থাকলে এই প্রক্রিয়া আরও জোরদার হয়।"" এই কারণেই নিখুঁত শরীর পেতে অভিনেত্রীরা ঝুঁকছেন এই কফির দিকে।
আপনারাও ডায়েটে রাখতে পারেন এই ঘি কফি। এক কাপ গরম জলে, ১ চামচ ঘি ও ১ চামচ কফি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। স্বাদ ও উপকারিতা বাড়াতে অল্প মধু আর প্রোটিন পাউডার মিশিয়ে নিন। ওয়ার্কআউটের আগে এই কফি নিশ্চিন্তে একটি বুস্টার। যা আপনাকে সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করবে। তবে শুধু এই ঘি কফি খেলেই হবে না। স্বপ্নের সুন্দরীদের মত ত্বক ও শরীরের গঠন পেতে সারাদিন মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। যেমন, ফাস্টফুড ও মশলাদার খাবার খাওয়া যাবে না। পরিবর্তে জল, ফলের রস, শাকসবজি রাখতে পারেন ডায়েটে। ক্যালরি মেপে খাবার খেতে হবে। সন্ধ্যে ৭টার পরে আর ভারী খাবার খাওয়া যাবে না। রোজ নিয়ম করে করতে হবে শরীরচর্চা। পাশাপাশি নজর দিতে হবে পর্যাপ্ত ঘুমের দিকে।
