আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আমেজ দেশজুড়ে। দীপাবলির উদযাপনে একটানা মেতে রয়েছে ভারতীয়রা। এবার উদযাপনের রেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও। দীপাবলি উদযাপনে মেতে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি, নিজের হাতে প্রদীপ জ্বালিয়েও উৎসবের আবহে মেতে ওঠেন। 

 

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের অভ্যন্তরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করা হয়েছে। এই আবহেই 'বন্ধু' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কী কথা হয়েছে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ? তাও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। 

 

?ref_src=twsrc%5Etfw">October 21, 2025

ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বছরের পর বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর 'ভাল বন্ধু' এবং 'মহান ব্যক্তি'। দীপাবলিতে তাঁকে ফোন করেছেন তিনি। দু'জনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাও হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, 'সকলকে দীপাবলির শুভেচ্ছা। এই প্রদীপ অন্ধকারের উপর আলো, অজ্ঞানের উপর জ্ঞান এবং মন্দের উপর ভালর জয়ের প্রতীক। আজ আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে। তিনি একজন মহান ব্যক্তি। ধীরে ধীরে তিনি আমার দারুণ বন্ধু হয়ে উঠেছেন। আমাদের মধ্যে অনেক বিষয়ে কথা হয়েছে। তবে বাণিজ্য নিয়ে বেশি কথা হয়েছে।' 

 

আরও পড়ুন: সাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বাংলায় ফের দুর্যোগের ঘনঘটা! একটানা বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায়, কবে থেকে ভোগান্তি শুরু?

 

হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে ট্রাম্প প্রশাসনের একাধিক পদস্থ কর্তাও উপস্থিত ছিলেন। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, ওডিএনআই ডিরেক্টর তুলসী গাবার্ড, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কুশ দেশাই, আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন ওয়াতরা এবং ভারতীয়-আমেরিকান শিল্পপতিরা উপস্থিত ছিলেন। 

 

প্রেসিডেন্ট ট্রাম্পের বড়সড় পোস্টের পরেই বুধবার এক্স হ্যান্ডেলে তার পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লিখেছেন, 'ফোন করার জন্য এবং দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। এই আলোর উৎসবে দুই মহান গণতান্ত্রিক দেশ যেন বিশ্বকে আশা আকাঙ্খা নিয়ে আলোকিত করতে পারে। সর্বোপরি যেন আমরা একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।' 

 

?ref_src=twsrc%5Etfw">October 22, 2025

প্রসঙ্গত, এর আগেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত, এমন দাবি করে নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছিল বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরে যদিও তা অস্বীকার করে ভারত। এবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করলেন প্রধানমন্ত্রী মোদি।