আজকাল ওয়েবডেস্ক: জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। যদিও তা নিয়ে জোর বিতর্কের মাঝেই সামনে এসেছে ভারতের বিদেশমন্ত্রকের মন্তব্য। তার মাঝেই, ভারতীয় সময়, বৃহস্পতিবার রাতে জানা গেল, পুতিনের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার রাতে ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পুতিনের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণের ফোনালাপের বিষয়টি। ট্রাম্পের পোস্ট রি-শেয়ার করে ছড়িয়ে দিয়েছে হোয়াইট হাউসও। ফোনালাপের পর, যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে, তার পরিণতি কী হতে চলেছে, তা তিনি জানাবেন, পুতিনও জানাবেন, পোস্টে এমনই এক আভাস দিয়ে রেখেছিলেন ট্রাম্প।

?ref_src=twsrc%5Etfw">October 16, 2025

সূত্রের খবর, এর মধ্যেই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা রয়েছে। তাই মোদির পরেই পুতিনকে ফোনের দাবি করলেও, ট্রাম্পের এই কথোপকথন মূলত রাশিয়া-ইউক্রেন কেন্দ্রিক, তেমনটাই খবর সূত্রের। এর আগেই জানা গিয়েছে, ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্টকে আশ্বাস দিয়েছেন, তিনি নিজেই উদ্যোগ নিয়ে, সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। যুদ্ধাবস্থার শেষ নিয়ে আলোচনা করবেন, অন্যথায় সাহায্য করবেন ইউক্রেনকে। 

আরও পড়ুন'গাজায় ঢুকে মারব', যুদ্ধবিরতির পরও হামাসের কার্যকলাপে তিতিবিরক্ত ট্রাম্প, হামাসকে দিলেন হাড়হিম হুমকি!

সোশ্যাল মিডিয়ায় বৈঠক পরবর্তী অপর একটি পোস্ট করে ট্রাম্প জানান, দীর্ঘ আলোচনার বিষয়টি। সেখানে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে দীর্ঘ কথাবার্তা ফলপ্রসু হয়েছে। তা ইতিবাচক। জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর বিষয়ে তাঁর উদ্যোগ কুর্নিশ জানিয়েছেন পুতিন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ইউক্রেণ-রাশিয়া যুদ্ধ থামলে আমেরিকা-রাশিয়ার মধ্যে ট্রেড ডিল হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তাঁরা।

উল্লেখ্য, দীর্ঘ কথোপকথনে স্থির হয়েছে, বৈঠকে বসছেন দুই রাষ্ট্রনেতার প্রতিনিধি দল। আগামী সপ্তাহে হাঙ্গেরির বুদাপেস্টে এই বৈঠক সম্পন্ন হবে বলেও স্থির হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">October 16, 2025

 

 

 গত মাসখানেক ধরেই রাশিয়া-ইউক্রেন নিয়ে তৎপর হয়েছেন ট্রাম্প। আগস্ট মাসেই পরপর পুতিন এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট একের পর এক পয়েন্ট তুলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বৈঠকের সারাংশ। কী হতে পারে, কী হতে চলেছে সেসব বিষয়েও। 

বৈঠকের পরে, জেলেনস্কি  জানিয়েছিলেন, ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে ভাবনাচিন্তা করা হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই ইউরোপীয় তহবিল থেকে ইউক্রেনকে দেওয়া হবে ন' হাজার কোটি ডলার, সেই টাকার বিনিময়ে ইউক্রেন আমেরিকা থেকে অস্ত্র কিনবে। 

ট্রাম্প আগেই জানিয়েছেন, লক্ষ্য রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামানো। আগস্টের বৈঠকের পর তিনি জানান, এই বৈঠক ওই দুই দেশের জন্যই ভাল এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'প্রায় চার বছর ধরে চলমান এই যুদ্ধের জন্য এটি ছিল খুবই ভাল এবং প্রাথমিক পদক্ষেপ। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সমন্বয় করছেন।' দীর্ঘমেয়াদী যুদ্ধ থামিয়ে, শান্তি ফিরিয়ে আনতেই, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেই বৈঠকের দিলেও নজর ছিল। এবার জানিয়ে দিলেন, নয়া বৈঠকের দিনক্ষণের কথা।