বুধবার ১৫ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৫ অক্টোবর ২০২৫ ২১ : ১৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল ও হামাসের সাম্প্রতিক বন্দি বিনিময়ের পরেও ইজরায়েলি কারাগারে এখনও ৯,১০০-রও বেশি প্যালেস্তাইনি বন্দি রয়েছেন, যাদের প্রতি অমানবিক আচরণ ও নির্যাতনের অভিযোগ তুলেছে একাধিক মানবাধিকার সংস্থা। সোমবার, ১৫ অক্টোবর, গাজার হামাস নিয়ন্ত্রিত এলাকায় আটক ২০ জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হয়, যা চলমান সংঘাত শুরুর পর থেকে তৃতীয় বন্দি-বিনিময় হিসেবে চিহ্নিত হয়েছে।
এর আগে প্রথম বিনিময়ে যুদ্ধের সূচনার পর স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির সময় ১০৫ জন ইজরায়েলির বিনিময়ে ২৪০ জন প্যালেস্তাইনি মুক্তি পান। পরবর্তীতে জানুয়ারি ও ফেব্রুয়ারির বড় বিনিময়ে ৩৮ জন ইজরায়েলির বিনিময়ে ১,৭৭৮ জন প্যালেস্তাইনি মুক্তি পেয়েছিলেন। এই তিন দফা বন্দি-বিনিময়ে মোট ১৬৩ জন ইজরায়েলি নাগরিকের বিনিময়ে ৩,৯৮৫ জন প্যালেস্তাইনি বন্দিকে মুক্ত করা হয়েছে।
তবু এই মুক্তি-পর্বের পরেও ৯,১০০-রও বেশি প্যালেস্তাইনি এখনো বন্দি, যাদের অনেকেই কোনো অভিযোগ বা বিচার ছাড়াই কারাগারে রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এদের অধিকাংশই কঠোর ও অস্বাস্থ্যকর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। যুদ্ধ শুরুর আগে ইজরায়েলি কারাগারে প্রায় ৫,০০০ প্যালেস্তাইনি বন্দি ছিল, যা ২০২৫ সালের অক্টোবরে গিয়ে বেড়ে দাঁড়ায় ১১,১০০-তে—এর পর সর্বশেষ মুক্তি কার্যক্রমে কিছুটা হ্রাস পেলেও পরিস্থিতি এখনও ভয়াবহ।
বর্তমানে বন্দিদের মধ্যে ৫২ জন নারী, প্রায় ৪০০ শিশু এবং একাধিক চিকিৎসাকর্মী, সাংবাদিক ও কর্মী রয়েছেন, যাদের অনেককে অস্পষ্ট অভিযোগ যেমন ‘উসকানি’ বা ‘বিদ্বেষমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ’-এর দায়ে আটক রাখা হয়েছে। পাশাপাশি, ৩,৫৪৪ জন প্যালেস্তাইনি প্রশাসনিক আটক (Administrative Detention) আইনে বিচারহীনভাবে অনির্দিষ্ট মেয়াদে বন্দি, আর শত শত গাজাবাসীকে ইজরায়েলের ‘Unlawful Combatant’ আইন অনুসারে আটক করা হয়েছে।
বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, এসব বন্দিদের ওপর নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে, তাদের অনেকে যৌন নির্যাতনের শিকার হয়েছেন, অনাহারে রাখা হচ্ছে, চিকিৎসা ও মৌলিক পরিচ্ছন্নতার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ৭৮ জন বন্দি এই অমানবিক অবস্থায় প্রাণ হারিয়েছেন। এমনকি মুক্তির ঠিক আগে নির্যাতিত বন্দিদের ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
আরও পড়ুন: ফের পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংগ্রাম, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
সোমবার মুক্তি পাওয়া বহু প্যালেস্তাইনি শারীরিক ও মানসিক নির্যাতনের সুস্পষ্ট চিহ্ন বহন করছিলেন। তবে তাদের পরিবারের অনেকেই জানিয়েছেন, এই মুক্তি তাদের কাছে আনন্দের হলেও তাতে এক তিক্ততা মিশে আছে, কারণ মুক্তি পাওয়া অন্তত ১৫৪ জনকে জোর করে বিদেশে পাঠানো হচ্ছে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, এই বাধ্যতামূলক নির্বাসন প্যালেস্তাইনিদের নাগরিক অধিকার লঙ্ঘন করে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক তামার কারমাউট বলেন, “নিজের দেশ থেকে কাউকে জোর করে বিদেশে পাঠানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তারা এক কারাগার থেকে বেরিয়ে আরেক ধরনের বন্দিত্বে প্রবেশ করছে।”
এদিকে গাজার হাসপাতাল পরিচালক ড. হুসাম আবু সাফিয়ার মুক্তি এখনও অনিশ্চিত। ২০২৪ সালের ডিসেম্বরে ইজরায়েলি বাহিনী তাঁকে আটক করেছিল, এবং তাঁর ওপর নির্যাতনের খবর মিলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাঁকে এখনো কোনো অভিযোগ ছাড়াই ইজরায়েলি নিরাপত্তা আইনের অধীনে আটক রাখা হয়েছে।
এক যৌথ তদন্তে জানা গেছে, গাজার প্যালেস্তাইনি বন্দিদের মাত্র একটি ক্ষুদ্র অংশ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ইজরায়েলি সামরিক গোয়েন্দারাও অনুমান করছে, ‘Unlawful Combatant’ আইনে আটক তিন-চতুর্থাংশ প্যালেস্তাইনি হামাস বা ইসলামিক জিহাদের সক্রিয় সদস্য নন, যা এই আটক অভিযানকে মূলত বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণগ্রেফতার বলে নির্দেশ করছে।
বর্তমান যুদ্ধবিরতি ও বন্দি-বিনিময়কে সাময়িক স্বস্তি হিসেবে দেখা হলেও, মানবাধিকার সংস্থাগুলি ইজরায়েলি জেল ব্যবস্থার ওপর আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে। আদ্দামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের আইনজীবী তালা নাসের বলেন, “ইজরায়েল আন্তর্জাতিক রেড ক্রসকে পর্যবেক্ষণের সুযোগ দিচ্ছে না, পরিবারদের সাক্ষাতের অধিকার অস্বীকার করছে এবং বন্দিদের মৌলিক সুরক্ষাও নিশ্চিত করছে না। যুদ্ধ থেমে গেলেই অপরাধ মুছে যায় না—যারা এই নির্যাতনের জন্য দায়ী, তাদের জবাবদিহিতার আওতায় আনতেই হবে।”

নানান খবর

মূত্রাশয়ে ক্যান্সার সারাতে গিয়ে অণ্ডকোষ খোয়ালেন ব্যক্তি! কেটে ফেলা হল পুরুষাঙ্গও!

ফের পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংগ্রাম, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘ততটা উপভোগ্য নয়’, ব্যবহারকারীদের আনন্দ দিতে চ্যাটজিপিটিতে দুষ্টু ভিডিও দেখার সুযোগ করে দিলেন স্যাম অল্টম্যান

কন্ডোম ব্যবহার করত ডাইনোসররা! ২০ কোটি বছরের রহস্য ফাঁস ভাইরাল ভিডিওতে!

অনলাইন ভিডিও পাইরেসি ফের বাড়ছে, দায় নিয়ে চলছে ঠেলাঠেলি

ঢাকায় রাসায়নিক কারখানায় আগুন, মৃত ১৬

বিশ্ব অর্থনীতির ভারসাম্যে ভারত এখন কেন্দ্রীয় ভূমিকা নিয়েছে: আইএমএফ

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ, ভারতে এর কতটা প্রভাব পড়তে পারে? জানাচ্ছেন প্রাক্তন সেনাকর্তা

ড্রোন বাহিনী যার-যুদ্ধ জয় তার, কোন দেশগুলি এগিয়ে, ভারতের স্থান কোথায়

এশিয়ার এই সাতটি দেশের বিমান বাহিনী প্রায় নেই, তাহলে কীভাবে এরা নিজেদের রক্ষা করে

২৫-এ হয়নি, এখন থেকে ২০২৬-এর নোবেলে ট্রাম্পের নাম সুপারিশ, সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিচ্ছে ইজরায়েল

জিপিএস চলছে আইনস্টাইনের বদান্যতায়! বিজ্ঞানীর আপেক্ষিকতাবাদ তত্ত্বের কারণেই সর্বদা মেলে নির্ভুল উত্তর

মহাকাশ থেকে কেমন দেখতে লাগে মাউন্ট এভারেস্টকে, বোঝা যায় তুষার-ঢাকা চূড়া? ছবি তুললেন নাসা'র মহাকাশচারী

গোটা ট্রেনে মাত্র একজন যাত্রী! শুধু তার জন্যেই বছরের পর বছর চালু ছিল পরিষেবা, আসল কারণ জানলে চমকে উঠবেন

হাতে আর কয়েকটা বছর, সাফ হয়ে যাবে গোটা ইউরোপ! রোমে চলবে খিলাফৎ শাসন? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে এখন থেকেই ভয়ে কাঁপছেন বাসিন্দারা

'ক্রিকেটার না হলে ব্যবসায়ী হতাম, প্রচুর টাকার মালিক হতাম', অবসরের বড় ইঙ্গিত দিলেন সূর্য

চোখই বলে দিতে পারে শরীরে হানা দিয়েছে কোন মারাত্মক রোগ! ৫ লক্ষণ দেখে বুঝুন বিপদ সংকেত

‘কহো না প্যায়ার হ্যায়’-এর নায়িকা ছিলেন করিনা! কিন্তু শুটিংয়ের আগেই তাঁকে কেন ছেঁটে ফেলেন রাকেশ রোশন?

ভারত-শ্রীলঙ্কায় হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছাড়পত্র পেল নেপাল ও ওমান

লরেন্স বিষ্ণোইয়ের হুমকিকে বুড়ো আঙ্গুল! ‘মহাভারত’-এর কর্ণকে শেষ প্রণাম জানাতে হাজির সলমন

বিহারে ভোটার বাদ পড়া নিয়ে নতুন বিতর্ক: বিরোধীদের ঘাঁটিতেই সবচেয়ে বেশি ভোটার বাদ গেছে!

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হতেই তৎপর পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশকর্মী, শুরু বিভাগীয় তদন্ত

ব্রাত্য বসুর 'শেকড়'-এর টানে এপার বাংলায় চঞ্চল চৌধুরী

ভারত-পাককে মাটি ধরিয়েছিল একসময়ে, সেই বাংলাদেশ এখন পথ হারিয়েছে ওয়ানডেতে

প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী মধুমতী, হেলেনের প্রতিদ্বন্দ্বী তথা অক্ষয়ের প্রথম নাচের এই গুরুকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড

দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, দেরিতে এফআইআর দায়ের ঘিরে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

মেদ ঝরাতে রাতে কখন খাবেন? ডিনারের সঠিক সময় জানলেই দ্রুত কমবে ওজন

মোমের মতো গলবে খারাপ কোলেস্টেরল, হার্ট থাকবে একেবারে ফিট! এই টক ফলের জাদুতেই বৃদ্ধ বয়সেও থাকবেন সুস্থ

আচমকাই রেলের ওয়েটিং রুমে হানা দিল এসটিএফ, কিছু বুঝে ওঠার আগেই বামাল সমেত ধরা পড়ল পাঁচ ‘অপরাধী’

দীপাবলিতে বাজি পোড়াবে সন্তান? আলোর উৎসবে অজান্তেই অন্ধকার ভবিষ্যৎ, কী করে বাঁচাবেন

ভূতের অতীত, ভূতের বর্তমান, ভূতের ভবিষ্যৎ, তত্ত্বতালাশ আজকাল ডট ইনের

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই চাপে ভারত, চোট পেয়ে গেলেন এই অলরাউন্ডার

কথায় কথায় মারধর, তাই অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্ক শেষ? সলমন-শাহরুখের পর এবার দাদাকে নিয়েও বিস্ফোরক ‘দবং’ পরিচালক!

অবশেষে সমাধান হল দলিত আইপিএস অফিসার ওয়াই.পুরণ কুমারের ময়নাতদন্ত সংক্রান্ত অচলাবস্থা

আসলেন, টিকিট কাটলেন, মেট্রোয় চড়ে ভিক্ষে করতে শুরু করে দিলেন! বেঙ্গালুরুর স্মার্ট ভিক্ষুকের ভিডিও ভাইরাল

বিহার ভোটে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, রয়েছে বিরাট চমক

পুষ্টিগুণে ঠাসা চিয়া সিড, তবু এখানেই লুকিয়ে বিপদ! জানেন কোন অসুস্থতায় এই বীজ এড়িয়ে চলা উচিত?

উত্তপ্ত কিশোর ভারতী, বিক্ষোভ-লাঠিচার্জ, দিমিদের আক্রমণ সমর্থকদের

‘সরকারের সমস্যা হল...’, মৃত্যুদণ্ডের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রের সমালোচনায় সুপ্রিম কোর্ট