আজকাল ওয়েবডেস্ক: ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে শিল্ড ফাইনালে মোহনবাগান। কিন্তু তাতে সন্তুষ্ট নয় সমর্থকরা। ম্যাচ শেষে বিপত্তি। উত্তপ্ত কিশোর ভারতী স্টেডিয়াম। সমর্থকদের বিক্ষোভ। ভিআইপি গেটের ভেতরে ঢুকে পড়ে সমর্থকরা। স্টেডিয়ামের মূল বিল্ডিংয়ের বাইরে শুরু হয় বিক্ষোভ। দিমিত্রির গাড়ি ঘিরে ফেলা হয়। সামনে বসে পড়ে সমর্থকরা। মূল বিল্ডিংয়ের বাইরে মাটিতে শুয়ে পড়ে সমর্থকরা। পুলিশের হস্তক্ষেপে জায়গা ক্লিয়ার করা হয়। কিন্তু ঝামেলা বেধে যায় সমর্থকদের সঙ্গে। লাঠিচার্জ করে পুলিশ। স্টেডিয়াম থেকে বের করা দেওয়া হয় সমর্থকদের। পুলিশের সঙ্গে হাতাহাতি হয় সাপোর্টারদের। ব্যারিকেড ভেঙে ফেলা হয়। মহিলারাও আক্রান্ত হয়। মাথা ফেটে যায় এক মহিলা সমর্থকের। দু'জন মহিলা সমর্থক আহত হয়। প্রাথমিকভাবে দু'জন সমর্থককে আটক করা হয়েছে। মোহনবাগানের ফুটবলারদের পুলিশি প্রহরায় ঘিরে রাখা হয়। ম্যাচ শেষে উত্তপ্ত কিশোর ভারতী স্টেডিয়াম।
ঝামেলার সূত্রপাতের সময় স্টেডিয়াম থেকে বেরোচ্ছিলেন অস্ট্রেলিয়ান ব্রিগেড। ছিলেন দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স। তাঁদের দেখেই বিক্ষোভ আরও বাড়ে। অবশ্য স্টেডিয়ামের ভেতর দিমিদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় বেশ কয়েকজন সমর্থককে। এই ঝামেলার আগেই দিমিত্রি জানান, সমর্থকদের জন্য গোল করতে ভালবাসেন। দিমিত্রি বলেন, 'আমি ফ্যানদের ভালবাসি। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সমর্থকদের জন্য সেরাটা দেব। আমাদের সমর্থন করুন।' দীর্ঘদিন পর গোল পেলেন পেত্রাতোস। তাও ডার্বির আগে। শিল্ড ফাইনালে বড় ম্যাচ নিয়ে কতটা উত্তেজিত অজি তারকা? দিমিত্রি বলেন, 'গোল পেয়ে ভাল লাগছে। বেশ কয়েকদিন পরে গোল পেয়েছি। ভারতীয় ফুটবলে এটা পুরোনো টুর্নামেন্ট। প্রত্যেক ম্যাচে সেরাটা দিতে চাই। আমরা জার্সির জন্য খেলি, ক্লাবের জন্য খেলি। আমরা ডার্বি নিয়ে উত্তেজিত। ক্লাব এবং ফ্যানদের জন্য সেরাটা দিতে চাই। গোল করতে সবসময় ভাল লাগে। ডুরান্ডের পর আমরা কঠোর পরিশ্রম করেছি। তারই ফল।' ঝামেলার জন্য বেশ কিছুক্ষণ স্টেডিয়ামে আটকে যায় ফুটবলাররা। ম্যাচের প্রায় ৪৫-৫০ মিনিটের পর পুলিশি প্রহরায় স্টেডিয়াম থেকে বের করা হয় বিশাল কাইথ, অভিষেক সিংদের।
