আজকাল ওয়েবডেস্ক: নিজের হাতে ছেলেকে অঙ্ক শিখিয়েছিলেন চীনের এক ব্যক্তি। আশা করেছিলেন ছেলে খুব ভাল ফল করবে পরীক্ষায়। কিন্তু হল ঠিক উল্টোটা ১০০-য় মাত্র ৬ পেয়েছে তাঁর ছেলে। পরীক্ষার নম্বর দেখে মর্মাহত ওই ব্যক্তি। গোটা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

গল্পটি হেনান প্রদেশের ঝেংঝো শহরের। যেখানে এক ব্যক্তি হত এক বছর ধরে তাঁর ছেলেকে প্রতিদিন অঙ্কের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এমনকি তিনি তাঁর সন্তানকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য গভীর রাত পর্যন্ত জেগেও থাকতেন। কিন্তু তাঁর সমস্ত নিষ্ঠা ভেস্তে গেল কারণ, তাঁর ছেলে ১০০ নম্বরের পরীক্ষায় মাত্র ছয় পেয়েছে।

আরও পড়ুন: কিডনি বিক্রি করে শখের আইফোন কিনেছিলেন, ১৪ বছর আগের সেই ভুল সব শেষ করে দিল যুবকের

ঠিক কী ঘটেছিল

চীনা সমাজমাধ্যমে উইবো-তে কিলু ইভিনিং নিউজের শেয়ার করা ভাইরাল ক্লিপটিতে, বিধ্বস্ত বাবাকে তাঁর টি-শার্ট দিয়ে চোখের জল মুছতে দেখা যাচ্ছে এবং তারপর একটি তোয়ালে ধরছেন। এক পর্যায়ে, তাকে বলতেও শোনা যাচ্ছে, “আমার আর কিছু করার নেই। আমার সব প্রচেষ্টা বৃথা, তাকে একা লড়াই করতে দাও!” তাঁর স্ত্রী গোটা মুহূর্তটি ভিডিও করছিলেন। তিনিও হাসি চেপে রাখতে পারেননি সেই মুহূর্তে।

তাইওয়ানের সংবাদমাধ্যম ইটি টুডে জানিয়েছে, বাবার জন্য সবচেয়ে মর্মান্তিক দিক ছিল প্রাপ্ত ৬ নম্বর নয়, বরং ছেলের পড়াশোনার মানের তীব্র পতন। ছেলেটি এর আগে ৪০-৫০ নম্বর পেয়েছিল এবং একবার ৯০ নম্বরও পেয়েছিল। হাস্যকরভাবে, তার বাবার কাছ থেকে  ব্যক্তিগতভাবে শিক্ষা নেওয়ার পর থেকেই তার গ্রেড সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Main Danger ???????? (@maindangers)