আজকাল ওয়েবডেস্ক:‌ ২০০৮ বেজিং। ২০১২ লন্ডন। ২০২৬ রিও ডি জেনেইরো। টানা তিন অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছিলেন জামাইকার উসেইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানবের তকমা এখনও তাঁর নামে। কিন্তু এখন সিঁড়ি ভাঙতেও নাকি শ্বাসকষ্ট হয় উসেইন বোল্টের! কিংবদন্তি দৌড়বিদ নিজেই জানিয়েছেন এই সমস্যার কথা। ২০১৭ সালে ট্র‌্যাক থেকে অবসরের পর এখন পুরোপুরি বিশ্রামে বোল্ট। কিন্তু হঠাৎ কী হল যে, রীতিমতো শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তিনি?

 

আরও পড়ুন:‌ জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু রিয়ালের, টানটান উত্তেজনা থাকল জুভেন্টাস–বরুসিয়া ম্যাচে 


একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে বোল্ট বলছেন, ‘‌আমার তিন সন্তান যখন স্কুলে যায়, তখন আমি ঘুম থেকে উঠি। এমনিতে কিছু করার থাকে না। ইচ্ছা হলে কিছুক্ষণ শরীরচর্চা করি। মাঝে ছবি বা সিরিজ দেখি। তারপর সন্তানরা ফিরে এলে মজা করি।’‌ অলিম্পিকে আটটি সোনাজয়ী তারকা আরও বলছেন, ‘‌আমি জিমে সময় কাটানো খুব একটা পছন্দ করি না। কিন্তু এবার মনে হচ্ছে, সেটা শুরু করতে হবে। যখন আমি সিঁড়ি দিয়ে উঠি, তখন দম ফুরিয়ে আসে। শ্বাসকষ্টের সমস্যা ঠিক করতে এবার দৌড়ের অনুশীলন শুরু করতে হবে মনে হচ্ছে।’‌ 

 

আরও পড়ুন:‌ এশিয়া কাপে বিতর্ক আর কমছে না, পাকিস্তান এবার সাংবাদিক বৈঠক বাতিল করল ...


৩৯ বছর বয়সি বোল্ট আপাতত টোকিওয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ উপভোগ করছেন। অবসরের আগেই বোল্টের অ্যাকিলেস টেন্ডন ছিঁড়ে যায়। যেটা তাঁর দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। তাছাড়া স্কোলিয়াসিস রয়েছে বোল্টের। যার ফলে মেরুদণ্ড বেঁকে যায় এবং এক পা অন্য পায়ের থেকে ছোট হয়ে যায়। এর বাইরে, দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকায় তাঁর ফিটনেসও বেশ অনেকটাই কমেছে।

 

আরও পড়ুন:‌ মোলিনার নেতিবাচক ফুটবল, এএফসিতে বিদেশিহীন আহালের কাছে ঘরের মাঠে হার মোহনবাগানের...


প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১৬–র মধ্যে বোল্ট অলিম্পিকে আটটি সোনা ও ১১টি বিশ্বখেতাব জিতেছেন। যার মধ্যে তিনটি রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। জামাইকান স্প্রিন্টার ১০০ মিটার ৯.৫৮ সেকেন্ডে দৌড়েছিলেন। এছাড়া ২০০ মিটার ১৯.১৯ সেকেন্ডে ও ৪×১০০ মিটার রিলে রেস ৩৬.৮৪ সেকেন্ডে সম্পন্ন করার রেকর্ড আজও জামাইকার উসেইন বোল্টের দখলে।