আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দল দুবাইয়ে। এশিয়া কাপ খেলতে ব্যস্ত রয়েছেন সূর্যকুমার যাদবরা। আর রোহিত শর্মা দেশে অনুশীলনে ব্যস্ত রয়েছেন।
টেস্ট ও টি–টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিলেও এখনও এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত শর্মা। আর তাই ঘরে বসে নেই তিনি। অন্য এক সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত ভারতের এক দিনের দলের অধিনায়ক।
‘রেভস্পোর্টজ’ জানিয়েছে, বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ বা সিওএ–তে রয়েছেন রোহিত। আপাতত সেখানেই থাকবেন তিনি। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আগামী এক সপ্তাহ সিওএ–তে থেকেই প্রস্তুতি সারবেন তিনি।
আরও পড়ুন: জয় শাহর ভয়েই এশিয়া কাপ থেকে নাম তুলল না পাকিস্তান, তুঙ্গে জল্পনা...
ওই রিপোর্টে জানানো হয়েছে, অনুশীলনের সময় রোহিত যে উইকেট চেয়েছেন সেখানে বাউন্স রয়েছে। অস্ট্রেলিয়ার পিচে বাউন্স বেশি থাকে। সেখানে খেলতে যাতে সমস্যা না হয় তার জন্যই এই ধরনের উইকেটে অনুশীলন করছেন তিনি।
প্রসঙ্গত, গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। চলতি বছর দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দেন তিনি। এখন বাকি শুধু এক দিনের ক্রিকেট। ২০২৭ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্য রয়েছে তাঁর। তবে সেই লক্ষ্য পূরণ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জল্পনা শুরু হয়েছে, অস্ট্রেলিয়াতেই হয়তো শেষ বার ভারতের জার্সিতে খেলবেন রোহিত। তবে সে সব আপাতত ভাবছেন না তিনি। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি সারছেন রোহিত শর্মা।
এদিকে, খুব বেশি দিন জার্সি স্পনসর ছাড়া থাকতে হল না ভারতীয় ক্রিকেট দলকে। ড্রিম ইলেভেনের জায়গায় এবার টিম ইন্ডিয়ার অফিশিয়াল জার্সি স্পনসর হচ্ছে অ্যাপোলো টায়ার্স। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এক সিনিয়র বিসিসিআই আধিকারিক বিষয়টি নিশ্চিত করেছেন। সরকার সম্প্রতি অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্মগুলিকে নিষিদ্ধ করেছে নতুন বিল পাশ হওয়ার পর। তার জেরেই ড্রিম ইলেভেনের স্পনসরশিপ বাতিল হয়ে যায়। ফলে এশিয়া কাপে জার্সিতে কোনও জার্সি স্পনসর ছাড়াই প্রথম দুটি ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া। তবে সেই শূন্যস্থান পূরণ করল অ্যাপোলো টায়ার্স।
একাধিক রিপোর্ট অনুযায়ী, অ্যাপোলো টায়ার্স প্রতি ম্যাচে প্রায় ৪.৫ কোটি টাকা দেবে বিসিসিআই–কে। যা ড্রিম ইলেভেনের দেওয়া ৪ কোটির তুলনায় কিছুটা বেশি। জানা গিয়েছে, এই সংস্থার সঙ্গে মোট তিন বছরের চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। তিন বছরে বোর্ডের সঙ্গে মোট ৫৭৯ কোটি টাকার চুক্তি করেছে অ্যাপোলো টায়ার্স। আগামী তিন বছরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি টুর্নামেন্টে অংশ নেবে ভারতীয় দল। যার মধ্যে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও। পরিসংখ্যান বলছে, আগামী তিন বছরে মোট ১২১টি ম্যাচ এবং আইসিসি টুর্নামেন্টে ২১টি ম্যাচ কভার করবে বোর্ডের সঙ্গে এই সংস্থার চুক্তি।
