টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

গুলি-কাণ্ডের পর নিজেকে রক্ষার পাঠ খুশবুর

বরেলি দিশা পটানির বাড়ির বাইরে গুলি চালানোর চাঞ্চল্যকর ঘটনার কয়েক দিন পরই অভিনেত্রীর বোন খুশবু পটানি ইনস্টাগ্রামে একটি সেল্ফ-ডিফেন্স ভিডিও শেয়ার করেছেন। সেই ক্লিপে তিনি দেখিয়েছেন কীভাবে দৈনন্দিন ব্যবহার্য জিনিস দিয়ে নিজেকে রক্ষা করা যায়। তবে এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়—কেউ প্রশংসা করেছেন, আবার কেউ ভিডিওটির সময় নিয়ে ট্রোল করেছেন।

কেউ লিখেছেন, ‘আমরা সবসময়ই আপনার সঙ্গে আছি ম্যাডাম’।  মন্তব্য করেছেন, ‘সবসময় আপনাকে সমর্থন করব খুশবু ম্যাম।’  কেউ প্রশংসা করেছেন এই বলে, ‘সত্যিকারের যোদ্ধার মনোভাব,’ আবার একজন জানতে চান, টআপনি কি নিরাপদ আছেন ম্যাম? সব সময় ভাল থাকুন। ’ আরেকটি মন্তব্য, “আপনার শক্তি আরও বাড়ুক, যারা আক্রমণ করেছে তারা প্রকৃত পুরুষ নয়।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Major Khushboo Patani(KP) (@khushboo_patani)