আজকাল ওয়েবডেস্ক: রবিবার ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত–পাক মহারণ। কিন্তু সেই ম্যাচের সব টিকিট নাকি এখনও বিক্রিই হয়নি। যা চমকে যাওয়ার মতোই ঘটনা।
 
 পহেলগাঁও হামলার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল প্রথমবার মুখোমুখি হতে চলেছে। কিন্তু দুবাইয়ে ভারত–পাক লড়াই নিয়ে নাকি কোনও উন্মাদনাই নেই! এমনকী অসংখ্য টিকিট বিক্রিই হয়নি। কিন্তু কেন এই অবস্থা?
আরও পড়ুন: 'বাংলাদেশকে নিয়ে কথা বলার প্রয়োজনই বোধ করিনি', এশিয়া কাপে ভারতের অভিযান শুরুর আগে কটাক্ষ অশ্বিনের
 
 সাধারণত ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু এবার অবিশ্বাস্যভাবে ভারত–পাক ম্যাচের টিকিটের চাহিদা কম। এবার প্যাকেজ সিস্টেমে বিক্রি হয়েছে টিকিট। হয়তো তার ফলেই বিক্রির হার কম। টিকিটিং পোর্টালে ভিআইপি সুট ইস্টের দুটো টিকিটের দাম ২,৫৭,৮১৫। অর্থাৎ একটি টিকিটের দাম প্রায় ১ লক্ষ ২৮ হাজার। এই প্যাকেজে রয়েছে আইএল সিট। আনলিমিটেড খাবার এবং পানীয়। থাকবে পার্কিং পাস। এছাড়াও থাকবে ভিআইপি ক্লাব/লাউঞ্জে যাওয়ার প্রবেশাধিকার। প্রাইভেট এন্ট্রির পাশাপাশি রেস্টরুমও ব্যবহার করা যাবে। রয়্যাল বক্সে দু’জনের টিকিটের দাম ২,৩০,৭০০ টাকা। স্কাই বক্স ইস্টের টিকিটের দাম ১,৬৭,৮৫১। মাঝের টায়ারের টিকিটও যথেষ্ট দামী। প্ল্যাটিনাম টিকিটের দাম ৭৫,৬৫৯ টাকা। গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের মূল্য ৪১,১৫৩। প্যাভিলিয়ন ওয়েস্টের দাম ২৮,১৭৪। দু’জনের জন্য সবচেয়ে কম দামী সাধারণ টিকিটের দাম প্রায় ১০,০০০ টাকা। তবে যাই হোক না কেন, ভারত–পাকিস্তান ম্যাচে প্রিমিয়াম টিকিট অবিক্রিত থাকার চিত্র কখনও দেখা যায় না। 
আরও পড়ুন: পা অসাড় হয়ে গিয়েছিল, ক্রিকেটজীবন শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, কীভাবে ফিরে এলেন শ্রেয়স জানুন...
 
 প্রসঙ্গত, আগের মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ’টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। প্ল্যাটিনাম লিস্টে পাওয়া যায় টিকিট। নির্দিষ্ট ম্যাচ টিকিটের পাশাপাশি তিনটে প্যাকেজ টিকিট ছিল। গ্রুপ স্টেজ, সুপার ফোর এবং ফাইনালের আলাদা টিকিট কাটার সুযোগ ছিল। তবে খুব কম সংখ্যক টিকিট বাজারে ছাড়া হয়। এরপর সরাসরি দুবাই এবং আবু ধাবির স্টেডিয়ামের বক্স অফিস থেকে টিকিট বিক্রি হয়। প্রথম প্যাকেজের দাম ১১,৩৯০। এতে গ্রুপ এ–র তিনটে ম্যাচ দেখা যাবে। তালিকায় ছিল ভারত–সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান–ওমান এবং ভারত–পাকিস্তান ম্যাচ। দ্বিতীয় প্যাকেজের দাম ১২৫৮৯। এতে সুপার ফোরের চারটে ম্যাচ দেখা যাবে। তৃতীয় প্যাকেজের দাম ১২৫৮৯। এতে দুটো সুপার ফোরের ম্যাচ এবং ফাইনাল দেখা যাবে। প্যাকেজ টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচ টিকিটও কেনার সুযোগ ছিল ফ্যানদের। কিন্তু এখনও টিকিট রয়েছে অবিক্রিত।
 
 কারণ হিসেবে যা বলা হচ্ছে, তার বাংলা অনুবাদ হচ্ছে টিকিটের অত্যধিক দাম। আর ওই ভিআইপি আসন ছাড়া অন্যগুলিতে খাবারের যা দাম, সেটাও আঁতকে ওঠার মতো। সেই জন্য এখনও পর্যন্ত দুবাইয়ে ভারত–পাক ম্যাচ ‘হাউসফুল’ নয়। তাছাড়া সুপার ফোরে উঠলে দুই দলের ফের দেখা হবে। অনেকে সেই ম্যাচগুলোর দিকে নজর রাখছেন। 
